রায়গঞ্জ, 2 অক্টোবর : গতকালের পর আজ ফের আন্দোলনে সামিল রায়গঞ্জের কর্ণজোড়ায় সরকারি আবাসনের আবাসিকরা । রায়গঞ্জ-বালুরঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা । গতকাল বৃষ্টির জেরে রাস্তায় জমা জল সরানোর দাবিতে আবাসনের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়রকে ঘেরাও করেছিলেন । ইঞ্জিনিয়র আশ্বাস দিয়েছিলেন দ্রুত জল সরানোর ব্যবস্থা করা হবে । কিন্তু কোনও সুরাহা না হওয়ায় আজ ফের পথ অবরোধ করেন আবাসিকরা ।
জমা জল সরানোর দাবিতে রায়গঞ্জে বিক্ষোভ সরকারি আবাসনের আবাসিকদের
রায়গঞ্জ-বালুরঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আবাসিকরা । অভিযোগ, আশ্বাস দিলেও এখনও প্রশাসনের তরফে জমা জল সরানোর জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।
টানা দশদিন ধরে জমে রয়েছে বৃষ্টির জল । জমা জল থেকে দুর্গন্ধ বের হতে শুরু করেছে । এছাড়া সাপ ও পোকামাকড়ের উপদ্রব বেড়েছে । প্রশাসনকে পরিস্থিতির কথা জানিয়েও কোনও লাভ হয়নি এই অভিযোগে নিজেরাই পথে নেমে আন্দোলনে সামিল হন আবাসিকরা ।
উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের কর্ণজোড়ায় রয়েছে জেলা প্রশাসনিক কার্যালয় এবং সরকারি আবাসন । বাংলো ও কোয়ার্টার মিলিয়ে প্রায় পাঁচ হাজার মানুষের বাস এই সরকারি আবাসনগুলিতে । গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জল জমেছে এলাকায় । নিকাশি ব্যবস্থা না থাকায় গত দশদিন ধরে জমা জলে আটকে পড়েছেন আবাসনের বাসিন্দারা ।