পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

আক্রান্তের সংখ্যা বাড়ায় পুরুলিয়ার সবকটি এলাকা চিহ্নিত হল কনটেনমেন্ট জ়োনে - Purulia district administrative

পুরুলিয়ায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 213 জন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পুরুলিয়া জেলা প্রশাসন পুরো জেলাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করেছেন।

পুরুলিয়া জেলা প্রশাসন
পুরুলিয়া জেলা প্রশাসন

By

Published : Jul 30, 2020, 4:50 PM IST

পুরুলিয়া, 30 জুলাই : পুরুলিয়ায় ক্রমশই বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । নতুন করে পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 14 জন l আক্রান্তরা পুরুলিয়া জেলার পুঞ্চা ও আদ্রা এলাকার বাসিন্দা l সবমিলিয়ে পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত সংখ্যা 213 জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 126 জন । চিকিৎসাধীন রয়েছেন 86 জন। জেলায় ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা দেখে পুরুলিয়া জেলা প্রশাসন পুরো জেলাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করেছেন। তাই এখন কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হয়েছে 55 টি ।

এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ । বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে প্রত্যেকটি এলাকা l সবকটি এলাকাকে বারে বারে স্যানিটাইজ় করার কাজ চলছে l পাশাপাশি আজ রাত 12 টা অবধি পুরুলিয়া শহর ও আদ্রা রেল শহরে জারি হয়েছে লকডাউন l

প্রশাসন সূত্রে খবর, আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন 14 জন । পাশাপাশি হোম কোয়ারানটাইনে পর্যবেক্ষণে রয়েছেন 4368 জন ।জেলা থেকে মোট 23,337 জনের সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে । যার মধ্যে পজ়িটিভ রিপোর্ট এসেছে 213 জনের এবং নেগেটিভ রিপোর্ট এসেছে 21,835 জনের । বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি । পাশাপাশি একজন ব্যক্তির মৃত্যুর পর তার কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে l

ABOUT THE AUTHOR

...view details