কলকাতা, 26 এপ্রিল : ডোপ টেস্টে ব্যর্থ হলেন দিল্লি ডায়নামোজ় ডিফেন্ডার রানা ঘরামি । বিষয়টি তদন্ত করে দেখছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA) । যদি রানা ইচ্ছাকৃত ডোপিং করেন, তাহলে তাঁকে চারবছরের জন্য সাসপেন্ড করা হবে । তবে রানার বক্তব্য জানতে চাওয়া হয়েছে ।
31 জানুয়ারি কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ISL-এ ম্যাচ ছিল দিল্লি ডায়নামোজ়ের । নিজেদের মাঠে দিল্লি ডায়নামোজ় ২-০ গোলে জেতে । ম্যাচের পর রানার মূত্রের নমুনা সংগ্রহ করা হয় । আজ NADA-র তরফে জানা যায়, রানার রিপোর্ট পজ়িটিভ । রানার মূত্রের নমুনাতে নিষিদ্ধ 20-B-OH প্রেডনিসোলেনর উপস্থিতি পাওয়া যায় । এই ধরনের ওষুধটি সাধারণত রোগ প্রতিরোধ, ক্ষমতা বৃদ্ধি, হৃদযন্ত্রের রোগ, ত্বকের অসুখ ও ক্যানসার নিরাময়ে ব্যবহার করা হয় ।