পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

জোড়াসাঁকোয় রামনবমীর মিছিল করবে তৃণমূল - smita bakshui

রবিবার বিকেলে উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের মালাপাড়া ক্রসিংয়ে হবে রামনবমীর বিশেষ মিছিল। নেতৃত্বে থাকবেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক স্মিতা বক্সি।

তৃণমূল কংগ্রেস বিধায়ক স্মিতা বক্সি

By

Published : Apr 12, 2019, 9:34 PM IST

Updated : Apr 12, 2019, 11:40 PM IST

কলকাতা, 12 এপ্রিল : রবিবার বিকেলে উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের মালাপাড়া ক্রসিংয়ে হবে রামনবমীর বিশেষ মিছিল। নেতৃত্বে থাকবেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক স্মিতা বক্সি। দ্বিতীয় দফার নির্বাচনের আগে BJP-কে টেক্কা দিতে তৃণমূলের এই মিছিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তার রণকৌশলও তৈরি করে ফেলেছে রাজ্যের শাসকদল। এবার তৃণমূলের আয়োজনে শহরে বেশ কয়েকটি রামনবমীর মিছিল হবে বলে সূত্রে খবর।

এই বিষয়ে, রামনবমী মিছিলের অন্যতম উদ্যোক্তা তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক স্মিতা বক্সি ইটিভি ভারতকে বলেন, "14 এপ্রিল রামনবমীর মিছিল হবে। আমরা গতবছরও করেছি এবছরও করেছি। রামের পুজো সবাই করে। আমাদের জোড়াসাঁকো কেন্দ্রের মানুষ হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে প্রতিটি উৎসব পালন করি এটাও হবে। রাম কারোর কেনা নয়। কে কী বলছে? BJP যদি মনে করে রাম তাদের সম্পত্তি, সেটা তো হয় না। রামের পুজো সবাই করে। আমরাও করি।"

ভিডিয়োয় শুনুন স্মিতা বক্সির বক্তব্য

অন্যদিকে, BJP নেতা রাহুল সিনহাকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "যাই হোক শেষপর্যন্ত আল্লা ছেড়ে রামকে ধরেছে। এরা কখন রামকে ধরে আর কখন আল্লাকে ছাড়ে এটা বোধগম্য নয়। এবং এটি মুসলিম সমাজও বুঝতে পারছে। আল্লাকে অপমান করছে। ওরা এখন BJP-র ঠেলায় রামনাম করতেও বাধ্য হচ্ছে।"

প্রসঙ্গত, গতবছর এই রামনবমীর মিছিলকে কেন্দ্র করেই BJP-র বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ ওঠে। জল গড়ায় অনেক দূর। BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কাঠগড়ায় তোলে তৃণমূল। যদিও দিলীপবাবু স্পষ্ট জানিয়েছেন, "রামনবমীতে অস্ত্র মিছিল হবেই। কারণ এটা সম্পূর্ণ ধার্মিক বিষয়।"

Last Updated : Apr 12, 2019, 11:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details