কলকাতা, 12 এপ্রিল : রবিবার বিকেলে উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের মালাপাড়া ক্রসিংয়ে হবে রামনবমীর বিশেষ মিছিল। নেতৃত্বে থাকবেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক স্মিতা বক্সি। দ্বিতীয় দফার নির্বাচনের আগে BJP-কে টেক্কা দিতে তৃণমূলের এই মিছিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তার রণকৌশলও তৈরি করে ফেলেছে রাজ্যের শাসকদল। এবার তৃণমূলের আয়োজনে শহরে বেশ কয়েকটি রামনবমীর মিছিল হবে বলে সূত্রে খবর।
এই বিষয়ে, রামনবমী মিছিলের অন্যতম উদ্যোক্তা তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক স্মিতা বক্সি ইটিভি ভারতকে বলেন, "14 এপ্রিল রামনবমীর মিছিল হবে। আমরা গতবছরও করেছি এবছরও করেছি। রামের পুজো সবাই করে। আমাদের জোড়াসাঁকো কেন্দ্রের মানুষ হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে প্রতিটি উৎসব পালন করি এটাও হবে। রাম কারোর কেনা নয়। কে কী বলছে? BJP যদি মনে করে রাম তাদের সম্পত্তি, সেটা তো হয় না। রামের পুজো সবাই করে। আমরাও করি।"