পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

CGO কমপ্লেক্সে হাজির হলেন না রাজীব কুমার, চাইলেন সময় - CBI

গতকাল CBI-র অফিসাররা রাজীব কুমারের বাড়িতে যান । পরে তাঁরা DC সাউথের অফিস এবং ভবানী ভবনেও যান । আজ তাঁকে CGO কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় । কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও CGO কমপ্লেক্সে হাজির হলেন না রাজীব ।

রাজীব কুমার

By

Published : May 27, 2019, 1:01 PM IST

Updated : May 27, 2019, 4:48 PM IST

কলকাতা, ২৭ মে : অপেক্ষায় ছিলেন CBI অফিসাররা । সকালেই পৌঁছে গিয়েছিলেন অফিসে । নির্দেশ ছিল, সকাল 10 টায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হাজিরা দিতে হবে CBI দপ্তরে । কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও CGO কমপ্লেক্সে এলেন না রাজীব কুমার । তবে তিনি তাঁর দুই প্রতিনিধিকে CGO কমপ্লেক্সে পাঠান । তাঁরা CBI আধিকারিকদের জানান, এই মুহূর্তে ব্যক্তিগত কাজে ছুটিতে রয়েছেন রাজীব কুমার । তাই CBI-র কাছে হাজিরার জন্য রাজীব কুমারকে তিনদিন সময় দিতে আর্জি জানান প্রতিনিধিরা ।

গতকাল CBI-র অফিসাররা রাজীব কুমারের বাড়িতে যান । পরে তাঁরা DC সাউথের অফিস এবং ভবানী ভবনেও যান । আজ তাঁকে CGO কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় । সুপ্রিম কোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে কোনও অসুবিধা নেই CBI-র ।

2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI । এরপর সুপ্রিম কোর্টে রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে একাধিকবার সমনও পাঠায় তারা । তা এড়িয়ে যান রাজীব । তারপর জিজ্ঞাসাবাদের জন্য 3 ফেব্রুয়ারি CBI-এর একটি দল রাজীব কুমারের বাসভবনে যায় । সেখানে কলকাতা পুলিশের বাধার মুখে পড়ে তারা। তা নিয়ে শুরু হয় বিতর্ক । এরপর ফের সুপ্রিম কোর্টে যায় CBI । রাজীব কুমারকে CBI-এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ । একইসঙ্গে তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে রক্ষাকবচও দেওয়া হয় । এরপর শিলংয়ে পাঁচদিন জেরা করা হয় রাজীব কুমারকে ।

17 মে সুপ্রিম কোর্টে ধাক্কা খান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার । তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় শীর্ষ আদালত । তবে, আইনি সহায়তার জন্য তাঁকে সাতদিন সময় দেওয়া হয় । সেই মেয়াদ শেষের আগে আগাম জামিনের চেষ্টা করেন তিনি । কিন্তু, আইনজীবীদের কর্মবিরতির কারণে আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারেননি । সেজন্য তিনি ফের সুপ্রিম কোর্টে যান । আবেদনে জানান, আইনজীবীদের কর্মবিরতির কারণে রাজ্যের আদালতগুলিতে কাজ হচ্ছে না । কিন্তু, অবকাশকালীন বেঞ্চ জরুরি ভিত্তিতে সেই আবেদন শুনতে চায়নি । শুক্রবার শীর্ষ আদালতে ফের আবেদন করেন রাজীব কুমার। কিন্তু, সেই আবেদন শুনতে চায়নি আদালত ।

ইতিমধ্যে বারাসত আদালতে আগাম জামিনের আর্জি জানান রাজীব । কিন্তু, সময় ও পদ্ধতিগত ত্রুটির জন্য সেই আবেদন বাতিল হয়ে যায় । বিপাকে পড়েন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার । এর ফলে, যে কোনও সময় এখন রাজীবকে গ্রেপ্তার করতে পারে CBI বলে ওয়াকিবহল মনে করছে । গ্রেপ্তারি এড়াতে রাজীব যাতে দেশের বাইরে চলে না যান, তা রুখতে লুক আউট নোটিশ জারি করা হয়েছে । মনে করা হয়েছিল আজ বারাসত আদালতে আগাম জামিনের আর্জি জানাতে পারেন রাজীব কুমার । তবে এমন কোনও আবেদন জমা পড়েনি । পুরো বিষয়টির দিকে নজর রাখছেন CBI-র তদন্তকারী অফিসাররা ।

Last Updated : May 27, 2019, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details