শান্তিনিকেতন, 9 মে : 1913 সালে পেয়েছিলেন নোবেল । পেয়েছেন একাধিক পুরস্কার । কিন্তু, কবে ও কেন প্রথম পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ? কবে থেকে তিনি ছবি আঁকা শুরু করেন ? তাঁর 158 তম জন্মবার্ষিকীতে এই সব তথ্য ETV ভারতকে জানালেন রবীন্দ্র গবেষক মিঠুন কুমার দে ।
দৃঢ় ব্যক্তিত্বের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে সম্মানিত হয়েছেন রবীন্দ্রনাথ । দেশ-বিদেশের মানুষ মুগ্ধ হয়েছিলেন । অনেকের মতে, কবিগুরুর ব্যক্তিত্ব তাঁর চিন্তন, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল । আর খুব অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথের মধ্যে সেই পরিচয় পাওয়া যায় । এই চারিত্রিক দৃঢ়তাই রবীন্দ্রনাথকে জীবনের প্রথম পুরস্কার এনে দিয়েছিল । মিঠুনবাবু বলেন, "প্রথাগত স্কুলে খুব কম সময় পড়েছেন রবীন্দ্রনাথ । তখন সৎ চরিত্রের জন্য মধুসূদন বাচস্পতির লেখা "ছন্দমালা" বইটি পুরস্কার হিসেবে পেয়েছিলেন । " তখন রবীন্দ্রনাথের বয়স মেরেকেটে আট থেকে নয় ছিল । আর এই বই কিশোর রবীন্দ্রনাথের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে । মিঠুনবাবু বলেন, "ছন্দমালা বইটি রবীন্দ্রনাথের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিল । কলাবৃত্ত ছন্দের আবিষ্কারক ছিলেন রবীন্দ্রনাথ । ছন্দমালা বইটি তাঁর জীবনে অত্যন্ত প্রভাব ফেলেছিল । পরবর্তীকালে "চিঠিপত্র"-তে এই পুরস্কারের বিষয়টি উল্লেখ করেছিলেন । "