পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

অভিষেকের পদযাত্রায় গরহাজির 'অসুস্থ' শুভ্রাংশু, BJP-তে যোগদান "সময়ের অপেক্ষা" !

মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের BJP-তে যোগদান নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

শুভ্রাংশু রায়

By

Published : Apr 20, 2019, 8:38 AM IST

Updated : Apr 20, 2019, 2:43 PM IST

ব্যারাকপুর, 20 এপ্রিল : শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় গরহাজির মুকুল-পুত্র শুভ্রাংশু রায় । এরপর থেকেই শুভ্রাংশুর BJP-তে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে । আর সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছেন বাবা মুকুল রায়ের বক্তব্য । হালিশহরের একটি দলীয় অনুষ্ঠানে শুভ্রাংশুর BJP-তে যোগদান প্রশ্নে মুকুল বলেন, "সময়ের অপেক্ষা ।"

ভিডিয়োয় শুনুন জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য

গতকাল বিকেলে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে পদযাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । পদযাত্রায় জেলার প্রায় সব তৃণমূল বিধায়ককে দেখা গেলেও তাৎপর্যপূর্ণভাবে গরহাজির ছিলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় । তারপর থেকেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে । শুভ্রাংশু BJP-তে যোগ দেবেন বলে জোর জল্পনা শুরু হয়েছে । যদিও শুভ্রাংশু বলেন, "আমার বাবা মুকুল রায় । তাই, প্রতিদিন আমাকে সীতার অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে। আমি ছ'দিন হাসপাতালে ভরতি ছিলাম। চিকিৎসকের পরামর্শ মেনেই আমি বেশি শারীরিক ধকলে যাচ্ছি না। তাই, শ্যামনগরের পদযাত্রাতেও যাইনি ।" রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি অসুস্থতার জন্য শুভ্রাংশু অভিষেকের পদযাত্রায় যাবেন না, সেটা একপ্রকার ঠিক করে রেখেছিলেন?

কিন্তু শ্যামনগরে অভিষেকের পদযাত্রার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, "শুভ্রাংশু আসছে । ও রাস্তায় রয়েছে । আমার সঙ্গে কথাও হয়েছে ।" শুভ্রাংশু ও জ্যোতিপ্রিয়র পরস্পর বিরোধী এই বক্তব্য ঘিরেও উঠেছে প্রশ্ন। দলীয়ভাবে তাহলে কি শুভ্রাংশু-জ্যোতিপ্রিয়র মধ্যে আদৌ কোনও যোগাযোগ আছে ?

আর সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন মুকুল রায়। হালিশহরে দলবদলের অনুষ্ঠানে শুভ্রাংশুর BJP-তে যোগদান প্রশ্নে মুকুল বলেছেন, "সময়ের অপেক্ষা ।" তাহলে শুভ্রাংশু কি সত্যিই BJP-তে যাচ্ছেন ? লোকসভা ভোটের মধ্যে প্রশ্ন এখন এটাই। উত্তর পেতে "সময়ের অপেক্ষা ।"

গতকাল কাঁচরাপাড়া ঘটক রোডে BJP নেতা মুকুল রায়ের বাড়ির সামনে হালিশহর পৌরসভার চার তৃণমূল কাউন্সিলরসহ মোট পাঁচজন এবং তাদের অনুগামী মিলিয়ে অন্ততপক্ষে এক হাজার কর্মী সমর্থক তৃণমূল থেকে BJP-তে যোগদান করেন।

Last Updated : Apr 20, 2019, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details