ব্যারাকপুর, 20 এপ্রিল : শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় গরহাজির মুকুল-পুত্র শুভ্রাংশু রায় । এরপর থেকেই শুভ্রাংশুর BJP-তে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে । আর সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছেন বাবা মুকুল রায়ের বক্তব্য । হালিশহরের একটি দলীয় অনুষ্ঠানে শুভ্রাংশুর BJP-তে যোগদান প্রশ্নে মুকুল বলেন, "সময়ের অপেক্ষা ।"
গতকাল বিকেলে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে পদযাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । পদযাত্রায় জেলার প্রায় সব তৃণমূল বিধায়ককে দেখা গেলেও তাৎপর্যপূর্ণভাবে গরহাজির ছিলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় । তারপর থেকেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে । শুভ্রাংশু BJP-তে যোগ দেবেন বলে জোর জল্পনা শুরু হয়েছে । যদিও শুভ্রাংশু বলেন, "আমার বাবা মুকুল রায় । তাই, প্রতিদিন আমাকে সীতার অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে। আমি ছ'দিন হাসপাতালে ভরতি ছিলাম। চিকিৎসকের পরামর্শ মেনেই আমি বেশি শারীরিক ধকলে যাচ্ছি না। তাই, শ্যামনগরের পদযাত্রাতেও যাইনি ।" রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি অসুস্থতার জন্য শুভ্রাংশু অভিষেকের পদযাত্রায় যাবেন না, সেটা একপ্রকার ঠিক করে রেখেছিলেন?