পুরুলিয়া, 6 জুন : পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেবে পুরুলিয়া জেলা প্রশাসন । আজ প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত জানান জেলাশাসক রাহুল মজুমদার । কোরোনা পরিস্থিতিতে জেলার অর্থনীতিকে নতুন করে তুলে ধরা, পরিযায়ী শ্রমিকদের জেলায় কাজ প্রদান, ঋণ প্রদানের ব্যবস্থাসহ একাধিক পরিকল্পনা নিয়ে জেলার প্রশাসনিক আধিকারিকদের বৈঠক সারেন জেলাশাসক তিনি । পুরুলিয়ার রবীন্দ্রভবনে সামাজিক দূরত্ব মেনে, মুখে মাস্ক পরে এই বৈঠক অনুষ্ঠিত হয় । জেলাশাসকের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) আকাঙ্খা ভাস্কর, মহকুমা আধিকারিকেরা, BDOসহ ব্লক স্তরের আধিকারিকরা ।
পরিযায়ী শ্রমিকদের জব কার্ড দেবে পুরুলিয়া জেলা প্রশাসন - পরিযায়ী শ্রমিক
পরিযায়ী শ্রমিকদের হাতে জব কার্ড তুলে দেওয়া এবং জেলায় সাধারণ মানুষের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা হয় প্রশাসনিক বৈঠকে । সামাজিক দূরত্ব মেনে রবীন্দ্রভবনে বৈঠক করেন জেলাশাসক রাহুল মজুমদার ।
প্রশাসনিক বৈঠক থেকে পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করা হয় । সিদ্ধান্ত হয় ভিন রাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকদের শৌচাগার নির্মাণের সঙ্গে যুক্ত করা, মাটির নির্মাণ প্রকল্প, 100 দিনের কা সহ একাধিক কাজে যুক্ত করা হবে । পাশাপাশি তাঁঁদের যোগ্যতা অনুযায়ী ব্যবসা শুরুর ক্ষেত্রে ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন । 14 দিনের কোয়ারানটিনে থাকার পর তাঁঁদের হাতে জব কার্ড তুলে দেওয়া হবে ।
জেলার সমস্ত মানুষকে রেশনের সুবিধা প্রদান, জেলায় বাংলার আবাস যোজনা কার্যকরী করা, কিষাণ ক্রেডিট কার্ডের কাজ কীভাবে এগোবে সে বিষয়ে আলোচনা করা হয় আজকের বৈঠকে । বৈঠকে জেলাশাসক রাহুল মজুমদার জেলার সমস্ত স্তরের আধিকারিকদের প্রতিদিন ফোনে পাঁচজন পেনশন প্রাপকদের সঙ্গে কথা বলার নির্দেশ দেন । পাশাপাশি তাঁঁদের সুবিধা-অসুবিধার কথা শোনা এবং সেইসব সমস্যার সমাধান করার নির্দেশ দেন তিনি ।