কোচবিহার, 8 জুন : লকডাউনের পঞ্চম দফায় আজ থেকে প্রায় সবক্ষেত্রেই দেওয়া হয়েছে ছাড়। নিয়ম মেনেই আজ থেকে কোচবিহারের পথে নামল বেসরকারি বাস। তবে যাত্রী নেই বললেই চলে।
আজ থেকে কিছু বাছাই করা রুটে বাস, মিনিবাস চলাচল শুরু হয়েছে । তবে ছোট রুটগুলিতে কেবল অটো চলেছে। এদিন কোচবিহার -শিলিগুড়ি, কোচবিহার -তুফানগঞ্জ, কোচবিহার -দিনহাটা, কোচবিহার - মাথাভাঙা রুটে অল্প কিছু সংখ্যক বাস চলে।
কোচবিহার জেলার বেসরকারি ও মিনিবাস মালিক সমিতির সম্পাদক অনুপ অধিকারী বলেন, " আজ থেকে বেশ কিছু রুটে বেসরকারি বাস ও মিনিবাস চলতে শুরু করেছে। তবে যাত্রী নেই তেমন। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে।"
গত বৃহস্পতিবার থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে বেসরকারি বাস, মিনিবাস পথে নামলেও কোচবিহারে বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। বেসরকারি বাস মালিকরা বাস চালাতে রাজি হলেও, বাস চালক ও কর্মীরা জীবন বিমা সহ বিভিন্ন দাবিতে বাস চালাতে রাজি হয়নি। অবশেষে পরিবহন দপ্তরের তরফে আশ্বাস মেলায় সোমবার থেকে বেসরকারি বাস চলাচল শুরু হয়।