বাঁকুড়া, 8 জুন : প্রায় 70 দিন পর বাঁকুড়ায় শুরু হল বেসরকারি বাস পরিষেবা । বাঁকুড়া জেলার বিভিন্ন রুটে সবমিলিয়ে বাস চলাচল করে প্রায় 400টি । আজ বিভিন্ন রুটে প্রায় 50টি বাস চলেছে একটি অথবা দু'টি করে ।
বাঁকুড়ায় প্রথমদিনে চলল 50 টি বেসরকারি বাস - বেসরকারি বাস পরিষেবা
বাঁকুড়ার বিভিন্ন রুটে আজ থেকে বেসরকারি বাস পরিষেবা চালু হয়েছে । প্রথম দিন মোট 50টি বাস চলেছে বলে বাস মালিক ওয়েলফেয়ার সমিতি সূত্রে খবর ।
![বাঁকুড়ায় প্রথমদিনে চলল 50 টি বেসরকারি বাস Private bus service in Unlock 1.0](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:27-wb-bnk-02-private-bus-resumes-still-7203835-08062020175646-0806f-02549-505.jpg)
টানা দু'মাসের লকডাউন কাটিয়ে আজ থেকে বাঁকুড়া শুরু হলো বেসরকারি বাস পরিষেবা । দীর্ঘদিন পর বাস পরিষেবা চালু হলেও বাস মালিক অথবা কর্মচারীদের তেমন একটা সুবিধা হয়নি । পুরনো ভাড়া নিয়ে বাস চালাতে হয়েছে তাঁঁদের । বাসে আসন অনুযায়ী যাত্রী নেওয়ার কথা থাকলেও, যাত্রী সংখ্যা কম ছিল । প্রত্যেক বাসে করে 10 জনের বেশি যাত্রী ওঠেননি বলে জানিয়েছে বাস মালিক সংগঠন ।
বাঁকুড়ার বাস মালিক ওয়েলফেয়ার সমিতির সম্পাদক সুকুমার বন্দোপাধ্যায় বলেন, “আমরা সরকারি নির্দেশিকা মেনে আজ থেকে বাস চালিয়েছি । যে সংখ্যক যাত্রী বাসে উঠেছেন তাতে শ্রমিকদের বেতনটুকু ওঠেনি । এককথায় বাস চালিয়ে আমরা ক্ষতির মুখ দেখেছি ।” তিনি স্বীকার করে নেন, সমস্ত বাস আজ রুটে নামেনি ।তবে তাঁদের আশা, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে । সাধারণ মানুষ বাস চলাচল করছে দেখলে উৎসাহিত হবেন এবং বাসে যাত্রী সংখ্যা বাড়বে । তবে এভাবে যদি বাস চালাতে হয় তাহলে বাস চলবে কিনা তা ভেবে দেখবেন বলে জানান সুকুমারবাবু ।