কলকাতা, 27 জুলাই : 16 জুলাই উচ্চশিক্ষা দপ্তরের তরফে রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে স্নাতকে ভরতি প্রক্রিয়ার নিয়মাবলী দেওয়া হয়েছে । সেখানে বলা হয়েছে, অনলাইন মাধ্যমে মেধার ভিত্তিতে ভরতি করতে হবে । অর্থাৎ এবছর উচ্চমাধ্যমিক বা তার সমপর্যায়ের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ভরতি নিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় ও তাদের অধীনস্ত কলেজগুলিকে । উচ্চশিক্ষা দপ্তরের এই নির্দেশিকা প্রকাশের দিন থেকেই এর বিরোধিতা করে আসছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । তাদের অভিযোগ, কোরোনা পরিস্থিতির সুযোগ নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ছাত্র ভরতির নীতি তুলে দেওয়ার চক্রান্ত করছে সরকার । আজ প্রবেশিকা পরীক্ষা বাতিলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্যরা ।
প্রবেশিকা পরীক্ষা বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে - Students agitation
উচ্চশিক্ষা দপ্তরের তরফে বলা হয়েছে, প্রবেশিকা পরীক্ষা বাতিল করে অনলাইনে মেধার ভিত্তিতে নিতে হবে পড়ুয়া ভরতি । আজ তার বিরুদ্ধেই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখালেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্যরা ।
![প্রবেশিকা পরীক্ষা বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:43:30:1595852010-wb-kol-01-presidency-students-agitation-7204411-27072020170500-2707f-1595849700-436.jpg)
উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা প্রকাশের পর প্রবেশিকা পরীক্ষা তুলে দেওয়ার বিরুদ্ধে প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও 25 জুলাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দেয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ । তাদের বক্তব্য, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চিরকাল প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পড়ুয়া ভরতি নিয়ে এসেছে । এই বছর দ্বাদশ শ্রেণিতে একাধিক বিষয়ে গড় ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে । তাই শুধু দ্বাদশে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভরতি নেওয়া সম্পূর্ণ অন্যায্য হবে । পাশাপাশি, ওই পদ্ধতিতে মূল্যায়ণ হওয়ার কারণে কারও নম্বর বেড়ে গেছে, কারও কমে গেছে । ফলে শুধু দ্বাদশে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভরতি নিলে তা যোগ্য প্রার্থীদের প্রতি ন্যায় করা হবে না । পাশাপাশি, প্রবেশিকা না নিলে গত বছর দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণরাও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভরতি হওয়া থেকে বঞ্চিত হবেন । কারণ গত বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা এই বছর দ্বাদশ শ্রেণিতে বেশি শতাংশ নম্বর পাওয়া পড়ুয়াদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবেন না ।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দাবি, প্রবেশিকা পরীক্ষা বাতিল করা যাবে না । প্রয়োজনে কিছুদিন পর সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ও পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে প্রবেশিকা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে । এই দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ দেখান প্রেসিডেন্সির পড়ুয়ারা । তাঁদের আরও বক্তব্য, " ক্লাস শুরু না হলে ভরতি নিয়ে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করা যাবে না । সঠিক মূল্যায়ণ করেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভরতি নিতে হবে । প্রবেশিকা করাতে হবে । দরকারে কয়েকদিন পর সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ও পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে পড়ুয়াদের অধিকার দিতে হবে । যাতে তাঁরা তাঁদের মূল্যায়ণ হওয়া থেকে বঞ্চিত না হয় । "