পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

হাসপাতালে পৌঁছানোর আগে জাতীয় সড়কের ধারে সন্তান প্রসব প্রসূতির - Raigunj

হাসপাতালে পৌঁছানোর আগেই 34 নম্বর জাতীয় সড়কের ধারে সন্তান প্রসব করলেন রায়গঞ্জের এক মহিলা। অ্যাম্বুলেন্স না আসায় তাদের মোটর ভ্যানে করে রায়গঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে মা ও শিশু-দুজনেই সুস্থ রয়েছেন।

Pregnant woman delivered baby in national highway
Pregnant woman delivered baby in national highway

By

Published : Jun 26, 2020, 6:11 PM IST

রায়গঞ্জ, 26 জুন : হাসপাতালে যাওয়ার পথে 34 জাতীয় সড়কের ধারে সন্তান প্রসব করলেন এক মহিলা । দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও অ্যাম্বুলেন্স না আসায় মোটর ভ্যানে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসূতি ও সদ্যোজাতকে । ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বারোদুয়ারির । বর্তমানে শিশু ও মা দুজনেই সুস্থ রয়েছেন ৷

রায়গঞ্জের দ্বীপনগরের বাসিন্দা সন্তানসম্ভবা রেনু খাতুনের প্রসব যন্ত্রনা শুরু হওয়ায় স্বামী আকবর আলির মোটরবাইকে চেপে তাঁরা হাসপাতালের উদ্দেশে রওনা হন । কিন্তু, মাঝ রাস্তায় জাতীয় সড়কের ধারে কন্যাসন্তান প্রসব করেন ওই মহিলা । সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় মহিলারা।

জাতীয় সড়কের ধারে সন্তান প্রসবের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসে এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা । তারা ওই মহিলা ও তার সন্তানকে রায়গঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য 102 নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকে । দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও অ্যাম্বুলেন্স না আসায়, তাদের যন্ত্রচালিত ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে এই বিষয়ে টেলিফোনে যোগাযোগ করে প্রশ্ন করা হলে তিনি জানান, স্বাস্থ্য দপ্তর থেকে 102 নম্বরটি পরিচালিত হয় । ফোন করার পরও কেন অ্যাম্বুলেন্স আসেনি, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে ।

ABOUT THE AUTHOR

...view details