পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দলীয় হুইপ অমান্য করে ফের পঞ্চায়েতের প্রধান, আগামীকালের মধ্যে পদত্যাগের নির্দেশ - Nandigram news

আমফান পরবর্তী সময়ে একাধিক দুর্নীতির অভিযোগ দলীয় নির্দেশে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল । কিন্তু মঙ্গলবার তিনি ফের পঞ্চায়েত প্রধানের পদে বসেন দলীয় হুইপ অমান্য করে । এই পরিস্থিতিতে আগামীকালের মধ্যে প্রধানকে পদত্যাগের নির্দেশ দিল তৃণমূলের নন্দীগ্রাম বিধানসভা কমিটি ।

নন্দীগ্রাম 1 ব্লক তৃণমূল কার্যালয়
নন্দীগ্রাম 1 ব্লক তৃণমূল কার্যালয়

By

Published : Sep 17, 2020, 8:21 PM IST

নন্দীগ্রাম, 17 সেপ্টেম্বর : দলীয় নির্দেশ অমান্য করে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন হয়েছিল মঙ্গলবার । তৃণমূলের আঁতুড়ঘরে দলীয় হুইপ কার্যকর না হওয়ায় ব্যাপক অস্বস্তিতে পড়ে জেলা তৃণমূল নেতৃত্ব । আর তারপরই নন্দীগ্রাম ব্লক কমিটির বৈঠক বসে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য । আর সেই বৈঠকের পরই আজ সাংবাদিক সম্মেলন করে জানানো হয় দলীয় নির্দেশ অমান্য করে প্রধান হওয়া মনসুরা বিবিকে পদত্যাগ করতে হবে । আগামীকালের মধ্যে মনসুরা বিবি পদত্যাগ না করলে দল তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নন্দীগ্রাম বিধানসভা কমিটির সভাপতি মেঘনাথ পাল ।

আমফান পরবর্তী সময়ে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে নন্দীগ্রাম-1 ব্লকের কেন্দামারি জলপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুরা বেগমের বিরুদ্ধে । দুর্নীতির জেরে সরব হয় গোটা নন্দীগ্রাম । পরিস্থিতি সামাল দিতে ব্লক তৃণমূল নেতৃত্ব ওই প্রধানকে সরিয়ে দেয় দল । যে কারণে মনসুরা বিবি প্রধান পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ।

আরও পড়ুন :দুর্নীতি রুখতে জেলা প্রশাসনের কাজের মূল্যায়ন করবেন মুখ্যমন্ত্রী

তারপর থেকে ওই পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলেছিলেন উপপ্রধান । কিন্তু সুষ্ঠুভাবে গ্রাম পঞ্চায়েত পরিচালনা করার জন্য 15 সেপ্টেম্বর নতুন প্রধান নির্বাচনের দিন ধার্য করা হয় । সূত্রের খবর, দলের তরফে নির্দেশ দেওয়া হয় পঞ্চায়েত সদস্য সাকিনা বিবিকে প্রধান হিসেবে নির্বাচিত করতে হবে সকল সদস্যকে। সেইমতো সমস্ত সদস্য প্রধান হিসেবে সাকিনা বিবির সমর্থন করলেও হঠাৎই তিনি শেষ মুহূর্তে প্রধান পদ থেকে সরে দাঁড়াতে চান । এরপর সকল সদস্যের সমর্থনে প্রধান নির্বাচিত হন মনসুরা বিবি।

দলের নির্দেশ অমান্য করে প্রধান নির্বাচিত হওয়ায় অস্বস্তিতে পড়ে তৃণমূল। এরপর গতকাল তৃণমূলের তরফ থেকে কোর কমিটির বৈঠক হয়। যেখানে মনসুরাকে পদত্যাগ করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় । মনসুরার শওহর শাহউদ্দিনকেও দল থেকে বহিষ্কারের জন্য ইতিমধ্যে ব্লক তৃণমূলের দ্বারস্থ হয়েছে দলীয় কর্মীরা । আজ দলীয় কার্যালয়ের নীচে একাধিক তৃণমূল কর্মী ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বহিষ্কারের দাবি জানায় ।

আরও পড়ুন :আমফানের ক্ষতিপূরণ বন্টনে দুর্নীতি, এক সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

এ বিষয়ে নন্দীগ্রাম-1 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধানসভা কমিটির সভাপতি মেঘনাথ পাল বলেন, "কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই প্রধানকে পদত্যাগ করতে হবে । প্রধানের শওহর শাহউদ্দিন দলীয় সমস্ত নির্দেশ মেনে নেবে বলে আমাদের ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছে । প্রধানকে এখন পদত্যাগ পত্র ব্লক প্রশাসনকে জমা দিতে বলা হয়েছে । পদত্যাগ না করলে দলের তরফে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

ABOUT THE AUTHOR

...view details