পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

Post Graduate Seats in CU : কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাড়ছে না স্নাতকোত্তরের আসন সংখ্যা - কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাড়ছে না স্নাতকোত্তরের আসন সংখ্যা

সোমবার আসন সংখ্যা বাড়ানোর দাবিতে উপাচার্যকে ঘেরাও করা হয় । তবে মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, স্নাতকোত্তর স্তরের পাঠক্রমগুলিতে আসন সংখ্যা একই থাকছে (Post Graduate Seats in CU would not increase) । তা বাড়ানো হবে না ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাড়ছে না স্নাতকোত্তরের আসন সংখ্যা
কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাড়ছে না স্নাতকোত্তরের আসন সংখ্যা

By

Published : Jan 25, 2022, 7:20 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বাড়ছে না কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Post Graduate Seats in CU would not increase) । মঙ্গলবার সাফ জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । স্নাতকোত্তর স্তরে যতগুলি আসন ছিল ততগুলিই থাকছে ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে আসন বাড়ানোর দাবি নিয়ে সোমবার রণক্ষেত্র হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর । পড়ুয়াদের দাবি, স্নাতকোত্তর স্তরে বাড়াতে হবে আসনের সংখ্যা, যাতে অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারেন । এই নিয়ে বিক্ষোভ চরম আকার নেয় । এমনকি ঘেরাও করা হয় উপাচার্যের গাড়িও । তারপরই গোটা বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

স্নাতকোত্তরে আসন সংখ্যা বাড়ানোর প্রশ্নে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আপাতত আসন বাড়ানো হচ্ছে না । আগে যেমন ছিল তেমনই থাকছে । আজ সমস্ত বিভাগের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক ডাকা হয় এই নিয়ে । সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন ।

আরও পড়ুন :স্কুল খোলার দাবিতে হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details