পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মাওবাদী অধ্যুষিত বান্দাপাড়ায় পোলিং সুপারভাইজ়ারের মাথায় গুলি, মৃত্যু - election

পোলিং সুপারভাইজ়ারকে গুলি করে খুন করা হল ওড়িশাতে। সহকর্মীদের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সংযুক্তা। সেই সময় জঙ্গলের দিক থেকে গুলি চলে। তাঁর মাথায় গুলি লাগে।

মৃত্যু

By

Published : Apr 17, 2019, 6:04 PM IST

বান্দাপোড়া, 17 এপ্রিল : পোলিং সুপারভাইজ়ারকে গুলি করে খুন করা হল ওড়িশাতে। সন্দেহ, মাওবাদীদের গুলিতেই মারা গেছেন সংযুক্তা দিগল নামে ওই পোলিং সুপারভাইজ়ার। আজ ঘটনাটি ঘটে ওড়িশার কান্ধামাল জেলার বান্দাপাড়ায়। আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন। ভোটগ্রহণের দায়িত্বপালন করতে যাচ্ছিলেন সংযুক্তা।

সহকর্মীদের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সংযুক্তা। সেই সময় জঙ্গলের দিক থেকে গুলি চলে। তাঁর মাথায় গুলি লাগে। জখম সংযুক্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

ABOUT THE AUTHOR

...view details