পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

Police e Bike in Burdwan: পূর্ব বর্ধমানের পৌর এলাকায় ই-বাইকে পুলিশি নজরদারি - Eco Friendly E Bike for Police patrolling

পুলিশের হাতে ই-বাইক । আপাতত পূর্ব বর্ধমানের কয়েকটি পৌর এলাকায় পুলিশ এই পরিবেশবান্ধব বাইক নিয়ে টহল দেবে (Police E Bike in Burdwan)।

Eco Friendly E Bike for Police patrolling
E Bike patrolling in Purba Bardhaman

By

Published : Feb 2, 2022, 7:27 AM IST

বর্ধমান, 2 ফেব্রুয়ারি : দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি শহরজুড়ে নিরাপত্তা বাড়াতে এবার ই-বাইক । প্রথম পর্যায়ে বর্ধমান, কালনা ও কাটোয়া পৌর এলাকায় 25টি বাইক চলবে । পরে আরও তিনটে পৌরসভা এলাকায় পুলিশ এই বাইক নিয়ে পথে নামবে (Police uses E Bike for patrolling in Municipal area in Purba Bardhaman) । মঙ্গলবার পুলিশ লাইনের একটি অনুষ্ঠানে এই বার্তা দিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিস সেন ।

অপরাধ দমনে পুলিশি নজরদারি বাড়াতে জেলা পুলিশ ই-বাইকের উপর গুরুত্ব দিচ্ছে । এই বাইকে পেট্রল, ডিজেল লাগে না, ইলেকট্রিকে চলে । এর সঙ্গে এটি শব্দহীন ও বাতাস দূষিত হবে না । প্রথম পর্যায়ে জেলার পৌর এলাকাগুলিকে বেছে নিয়ে এই কাজ শুরু করতে চাইছে জেলা পুলিশ । পৌর এলাকায় পুলিশি টহলদারির ফলে অপরাধমূলক কাজকর্ম অনেক কমবে, আশা পুলিশের (Police patrolling in e bike) ।

আরও পড়ুন : Dial 100 call to control room: 100 ডায়ালের ফোনে দ্রুত সাহায্য পৌঁছে দিতে বিশেষ প্রযুক্তির ভাবনা লালবাজারের

বর্ধমান, কালনা ও কাটোয়া পৌর এলাকায় 25টি ই-বাইক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । এই এলাকাগু‌লিতে বাইকের গতি প্রতি ঘন্টায় 30-35 কিলোমিটার হলেই যথেষ্ট । পরে গুসকরা, দাঁইহাট ও মেমারি পৌর এলাকায় এই বাইক যাতে চলে, তা দেখা হচ্ছে । জেলা পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, “ই-বাইকের বড় সুবিধা এতে পেট্রল বা ডিজেল লাগে না, ইলেকট্রিকে চলে । চার্জ দিলেই হবে । এই বাইকে কোনও ভাবে বাতাস দূষিত হয় না । ই-বাইক প্রায় নিঃশব্দে চলে ।”

ABOUT THE AUTHOR

...view details