বর্ধমান, 2 ফেব্রুয়ারি : দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি শহরজুড়ে নিরাপত্তা বাড়াতে এবার ই-বাইক । প্রথম পর্যায়ে বর্ধমান, কালনা ও কাটোয়া পৌর এলাকায় 25টি বাইক চলবে । পরে আরও তিনটে পৌরসভা এলাকায় পুলিশ এই বাইক নিয়ে পথে নামবে (Police uses E Bike for patrolling in Municipal area in Purba Bardhaman) । মঙ্গলবার পুলিশ লাইনের একটি অনুষ্ঠানে এই বার্তা দিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিস সেন ।
অপরাধ দমনে পুলিশি নজরদারি বাড়াতে জেলা পুলিশ ই-বাইকের উপর গুরুত্ব দিচ্ছে । এই বাইকে পেট্রল, ডিজেল লাগে না, ইলেকট্রিকে চলে । এর সঙ্গে এটি শব্দহীন ও বাতাস দূষিত হবে না । প্রথম পর্যায়ে জেলার পৌর এলাকাগুলিকে বেছে নিয়ে এই কাজ শুরু করতে চাইছে জেলা পুলিশ । পৌর এলাকায় পুলিশি টহলদারির ফলে অপরাধমূলক কাজকর্ম অনেক কমবে, আশা পুলিশের (Police patrolling in e bike) ।