কোচবিহার, 23 মে : BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের জয়ের আভাস পেয়ে মিছিল করছিলেন কর্মী, সমর্থকরা । সেই মিছিল আটকাল পুলিশ । কোচবিহারের কামেশ্বরী রোডের ঘটনা ।
নিশীথের জয়ের আভাস পেয়ে BJP-র মিছিল, আটকাল পুলিশ - coachbehar
প্রাথমিকভাবে দেখা যাচ্ছে BJP প্রার্থী নিশীথ প্রামাণিক কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন । জয়ের ব্যাপারে কার্যত নিশ্চিত হয়ে BJP-র কয়েকশো কর্মী সমর্থক মিছিল শুরু করে । 300 মিটার যাওয়ার পর পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় ।
জয়ের আভাস পেয়ে BJP-র মিছিল
ট্রেন্ড অনুযায়ী BJP প্রার্থী নিশীথ প্রামাণিক কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন । জয়ের ব্যাপারে কার্যত নিশ্চিত হয়ে BJP-র কয়েকশো কর্মী সমর্থক মিছিল শুরু করেন । 300 মিটার যাওয়ার পর পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় ।
যদিও রাস্তায় দাঁড়িয়েই BJP-র কর্মী-সমর্থকরা উচ্ছ্বাস করছেন ।
Last Updated : May 23, 2019, 8:59 PM IST