পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দেহ আনা গেল না কলকাতায়, সন্দেশখালিতেই সৎকার - RAF

সন্দেশখালিতে মৃত BJP কর্মীদের দেহ কলকাতায় আনার পথে মালঞ্চ মোড়ে BJP-র কনভয় আটকায় পুলিশ । BJP কর্মীদের দাবি, পুলিশ জানিয়েছে দেহ কলকাতায় নিয়ে আসা যাবে না । পুলিশের সঙ্গে BJP কর্মীদের ধস্তাধস্তি হয় । রাস্তায় নামে RAF । শেষ পর্যন্ত সন্দেশখালিতেই নিয়ে গিয়ে দুই BJP কর্মীর দেহ সৎকার করা হয় ।

কলকাতায় আনা হচ্ছে BJP কর্মীদের দেহ, আটকাল পুলিশ !

By

Published : Jun 9, 2019, 5:54 PM IST

Updated : Jun 10, 2019, 8:00 AM IST

সন্দেশখালি, 9 জুন : প্রথমে সিদ্ধান্ত হয় দেহ আনা হবে কলকাতায় । পথ আটকায় পুলিশ । সিদ্ধান্ত বদল । রাস্তাতে তৈরি হয় চিতা । কলকাতায় দেহ আনতে না দিলে রাস্তাতেই সৎকারের ঘোষণা BJP নেতৃত্বের । ফের বদল সিদ্ধান্ত । রাস্তায় নয়, সৎকার করা হবে সন্দেশখালিতেই । সেই মতো গভীর রাতে সন্দেশখালিতেই সৎকার করা হল মৃত BJP কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের দেহ ।

রাজনৈতিক সংঘর্ষে সন্দেশখালিতে BJP কর্মীর মৃত্যু ঘিরে এভাবেই দফায় দফায় চলল সিদ্ধান্ত বদলের পালা । একইসঙ্গে ঘটনার প্রতিবাদে আগামিকাল 12 ঘণ্টার বসিরহাট বনধ ডাকল BJP । রাজ্যজুড়ে আগামিকাল কালা দিবস পালনের ডাক দিয়েছে BJP ।

এই সংক্রান্ত খবর : BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত 4

আজ সকাল থেকেই থমথমে ছিল সন্দেশখালির পরিস্থিতি । তৃণমূল এবং BJP দুই দলের প্রতিনিধিরাই ঘটনাস্থানে গেছিলেন । দিলীপ ঘোষের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত BJP কর্মীদের কলকাতায় নিয়ে আসার চেষ্টা করেন । আর তার থেকেই শুরু হয় নতুন করে উত্তেজনা ।

এই সংক্রান্ত খবর : সন্দেশখালি ইশু : কলকাতায় পুড়ল মমতার কুশপুতুল, গ্রেপ্তার 15 BJP কর্মী

দেহ নিয়ে কলকাতায় আসার সময় পথ আটকায় পুলিশ । আইনশৃঙ্খলা অবনতির কথা বলে পুলিশ BJP কর্মীদের পথ আটকায় ।

BJP-র দাবি, প্রথমে মালঞ্চ পরে মিনাখায় আটকানো হয় দিলীপ ঘোষের গাড়ি । পুলিশের সঙ্গে রীতিমতো বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । অভিযোগ, পুলিশের ব্যারিকেড ভেঙে দেহ নিয়ে যাওয়ার চেষ্টা করেন BJP কর্মীরা । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় BJP কর্মীদের ।

এই সংক্রান্ত খবর : একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !

তখনই রাস্তায় চিতা সাজিয়ে সৎকারের তোড়জোড় শুরু করে BJP । রাস্তায় গাছের গুঁড়ি দিয়ে শুরু হয় চিতা সাজানোর কাজ । কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই অবস্থান বদল করে BJP । রাস্তায় নয় সন্দেশখালিতেই দেহ সৎকারের সিদ্ধান্ত ঘোষণা করা হয় । এরপরই দেহ নিয়ে সন্দেশখালির উদ্দেশে রওনা হয় BJP কর্মীরা । সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানান, নিহত BJP কর্মীদের ইচ্ছাকে মর্যাদা দিয়েই কলকাতায় মরদেহ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । কিন্তু পুলিশ পথ আটকায় । তারপরই সন্দেশখালিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

এই সংক্রান্ত খবর : থমথমে সন্দেশখালি : রাস্তায় সতেজ কার্তুজের খোল

দেহ আটকানো নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন BJP নেতা মুকুল রায় । মমতার সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কন্ঠরোধের অভিযোগ তুললেন মুকুল । বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশের বিরুদ্ধে দেহ আটকানোর অভিযোগ করেছিল তৃণমূল । মুকুল রায় সেই ঘটনার কথা মনে করিয়ে দাবি করলেন, সেদিন যে ভূমিকা ছিল বাম সরকারের আজ তেমনই কাজ করছে তৃণমূল ।

এই সংক্রান্ত খবর : সন্দেশখালি ইশু : রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা

গতকাল সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষে বলি হয়েছেন 4 জন । এই মৃত্যু নিয়ে শুরু হয়েছে BJP-তৃণমূল দোষারোপের পালা । আজই সন্দেশখালিতে যায় BJP এবং তৃণমূলের প্রতিনিধি দল । বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকও । রাজ্যের কাছে পুরো ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে ।

Last Updated : Jun 10, 2019, 8:00 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details