পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কাঁচরাপাড়ায় মদন, জ্যোতিপ্রিয়র সামনে জয়শ্রীরাম স্লোগান; লাঠিচার্জ

পরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে প্রায় 15 মিনিট কাঁচরাপাড়া স্টেশনে রেল অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা ।

বিক্ষোভ

By

Published : Jun 1, 2019, 3:41 PM IST

Updated : Jun 1, 2019, 11:58 PM IST

কাঁচরাপাড়া, 1 জুন : মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিকের সামনে জয়শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কাঁচরাপাড়া । স্লোগানকারীদের হটাতে পুলিশ লাঠিচার্জ করে । পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে প্রায় 15 মিনিট কাঁচরাপাড়া স্টেশনে রেল অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা ।

আজ কাঁচরাপাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডে স্থানীয় এক নেত্রীর বাড়িতে তৃণমূল কংগ্রেসের বৈঠক ছিল । সেখানে যোগ দিতে যাচ্ছিলেন সুজিত বসু, তাপস রায়, মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিকসহ তৃণমূলের নেতারা । তখন তাঁদের সামনে জয়শ্রীরাম স্লোগান দেয় একদল BJP কর্মী-সমর্থক । তাদের হটাতে গেলে স্লোগানকারীদের সঙ্গে পুলিশের বচসা হয় । দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় । তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ।

দেখুন ভিডিয়ো

ঘণ্টাদেড়েক পর তৃণমূল নেতারা বৈঠক থেকে বেরোনোর সময় একই ঘটনার পুনরাবৃত্তি হয় । তৃণমূল নেতাদের সামনে জয়শ্রীরাম স্লোগান দিতে থাকে অনেকে । এক যুবক তৃণমূল নেতার গাড়ির দিকে আঙুল উঁচিয়ে তেড়ে যায় । পুলিশের সঙ্গে বচসা শুরু হয় স্লোগানকারীদের । তাদের ছত্রভঙ্গ করতে একপ্রস্থ লাঠি চালায় পুলিশ ।

পরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে কাঁচরাপাড়া স্টেশনে রেল অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা । তার জেরে আটকে পড়ে ট্রেন । মিনিট পনেরো পরে সেই অবরোধ উঠে যায় ।

ট্রেন অবরোধ
Last Updated : Jun 1, 2019, 11:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details