জলপাইগুড়ি, 14 এপ্রিল : ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তাদের নাম সঞ্জয় রাউত, বিকি রাউত, ছোটন হাজরা ও সুজিত মোহন্ত। ধৃতদের থেকে এক রাউন্ড গুলি, একটি 9mm পিস্তল সহ একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি জলপাইগুড়ির নেতাজি পাড়া মাঠের।
জলপাইগুড়িতে ডাকাতির আগে গ্রেপ্তার 4, উদ্ধার পিস্তল - Police
ডাকাতির আগে গ্রেপ্তার 4, উদ্ধার পিস্তল সহ এক রাউন্ড গুলি
ধৃতরা
ডাকাতি করতে কয়েকজন যুবক জলপাইগুড়ির নেতাজিপাড়ার মাঠে জড়ো হয়েছে, এই খবর পেয়ে গতরাতে সেখানে অভিযান চালায় জলপাইগুড়ি থানার পুলিশ। সেখান থেকে চার যুবককে পুলিশ আটক করে।
কী কারণে তারা সেখানে ঘোরাফেরা করছে তা নিয়ে যুবকদের উত্তরে অসঙ্গতি মেলে। তারপর চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতেরা সবাই জলপাইগুড়ি থানা এলাকার বাসিন্দা।