পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 14, 2020, 8:53 PM IST

ETV Bharat / briefs

কোরোনা জয়ীদের প্লাজ়মা সংগ্রহ করা হল বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে

যে সমস্ত রোগীরা একমাস আগে সুস্থ হয়েছেন তাঁদের শরীর থেকে প্লাজ়মা সংগ্রহ করে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আজ রক্ত সংগ্রহ করা হয় l

প্লাজ়মা সংগ্রহের জন্য বিশেষ বাস
প্লাজ়মা সংগ্রহের জন্য বিশেষ বাস

বাঁকুড়া, 14 সেপ্টেম্বর : কলকাতার বাইরে জেলায় প্রথম প্লাজ়মা সংগ্রহ হল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে l যে সমস্ত রোগীরা একমাস আগে সুস্থ হয়েছেন তাঁদের শরীর থেকে প্লাজ়মা সংগ্রহ করে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আজ রক্ত সংগ্রহ করা হয় l আজ মোট 9 জনের রক্ত সংগ্রহ করা হয় l

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান l তিনি বলেন, “যদি সুস্থ হওয়া কোনও রোগী প্লাজ়মা দিতে চান জেলার যে কোনও প্রান্ত থেকে তাহলে তাঁকে মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে l একই এলাকায় 10 জন রক্ত বা প্লাজ়মা দিতে চাইলে সেখানে মেডিকেল কলেজ থেকে একটি বিশেষ বাস পাঠানো হবে l”

আরও পড়ুন :উত্তর দিনাজপুরের গ্রামে গ্রামে কোরোনা জয়ীদের সচেতনবার্তা

এই বাসে রক্ত সংগ্রহের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে l যেহেতু এখনও পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার হয়নি তাই প্লাজ়মা দান করলে চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট সুবিধে হবে বলেও আশা প্রকাশ করেন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান l

ABOUT THE AUTHOR

...view details