দিল্লি, 6 মে : প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন । তদন্তের পর আজ একথা জানাল তিন সদস্যের সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ প্যানেল ।
প্রধান বিচারপতি বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন : সুপ্রিম কোর্টের প্যানেল - Sex harassment charges against Chief Justice baseless, finds Supreme Court in-house panel
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছিল, তা ভিত্তিহীন বলে আজ জানাল সুপ্রিম কোর্টের ইন-হাউজ় প্যানেল ।
শীর্ষ আদালতের তরফে বিবৃতিতে বলা হয়, "অভ্যন্তরীণ প্যানেল 19 এপ্রিলের সুপ্রিম কোর্টের এক প্রাক্তন কর্মীর অভিযোগের কোনও ভিত্তি খুঁজে পায়নি । " পাশাপাশি, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি ইন্দু মালহোত্রাকে নিয়ে গঠিত কমিটি জানায়, কমিটির তদন্ত রিপোর্ট জনসমক্ষে আনতে বাধ্য নয় । অর্থাৎ অভিযোগকারিণীকেও কমিটির তদন্ত রিপোর্ট দেখানো হবে না ।
কমিটির পরিবেশ অত্যন্ত ভীতিজনক । নিজের কোনও আইনজীবীকে না আনতে পারার জন্য বা আইনজীবীর সঙ্গে কমিটির বিচার সম্পর্কে আলোচনা করতে না পারায় নার্ভাস বোধ করছেন । এই যুক্তিতে মঙ্গলবার তদন্ত থেকে নিজেকে সরিয়ে নেন অভিযোগকারিণী । বুধবার অভ্যন্তরীণ প্যানেলের সামনে হাজির হয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । তারপর আজ নিজেদের রিপোর্ট জানায় কমিটি ।
TAGGED:
SC