পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ICMR-র নির্দেশিকা মেনে ত্রাণ বিলি করা যাবে : কলকাতা হাইকোর্ট - বিচারপতি দেবাংশু বসাক

বালুরঘাটের এক গ্রামে ত্রাণ বিলি করতে যাওয়ার সময় আটকানো হয়েছিল BJP নেতা সুকান্ত মজুমদারকে । পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছিলেন তিনি । আজ বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে এই মামলার শুনানি হয় । বিচারপতি নির্দেশ দিয়েছেন, সুকান্তবাবু বিনা বাধায় ত্রাণ বিলি করতে পারবেন । ICMR নির্দেশিকা মেনে তাঁকে ত্রাণ বিলি করতে হবে ।

Highcourt
Highcourt

By

Published : Jun 2, 2020, 5:55 PM IST

কলকাতা,2 জুন : কেন্দ্র সরকারের স্বাস্থ্য নির্দেশিকা মেনে ত্রাণ বিলির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বালুরঘাটের এক গ্রামে ত্রাণ বিলি করতে যাওয়ার সময় আটকানো হয়েছিল BJP নেতা সুকান্ত মজুমদারকে । পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছিলেন তিনি ।

23 এপ্রিল ত্রাণ বিলি করতে বালুরঘাটের গ্রামে যাচ্ছিলেন BJP নেতা সুকান্ত মজুমদার । জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় তাঁকে আটকায় পুলিশ । তাদের তরফে জানানো হয়, এখন লকডাউন চলছে । এই পরিস্থিতিতে বিধি নিষেধ রয়েছে । সেইগুলি মেনে চলতে হবে । প্রশাসনের তরফ থেকে সামাজিক দূরত্বের কথা উল্লেখ করে তাঁকে ত্রাণ দিতে দেওয়া হয়নি । উপরন্তু হোম কোয়ারানটিনে পাঠানো হয় বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার । পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন তিনি ।

আজ বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে এই মামলার শুনানি হয় । সুকান্ত মজুমদারের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশাসনকে নির্দেশ দেন বিচারপতি । পাশাপাশি বিচারপতি নির্দেশ দিয়েছেন, সুকান্তবাবু বিনা বাধায় ত্রাণ বিলি করতে পারবেন । ICMR নির্দেশিকা মেনে তাঁকে ত্রাণ বিলি করতে হবে ।

সুকান্ত মজুমদারের তরফে আইনজীবী অরিজিৎ বক্সী জানিয়েছেন, এরপর বালুরঘাটে যেকোনও সময় অসহায় মানুষকে ত্রাণ বিলি করতে পারবেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details