বারাসত, 1 জুলাই : খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিকরা । কাঠগড়ায় তৃণমূল । ঘটনাটি বারাসতের ।
ঘটনার সূত্রপাত রবিবার, কাটমানি নিয়ে BJP-র একটি মিছিলকে কেন্দ্র করে । বারাসত পৌরসভার দুর্নীতি, কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সরব হয় তারা । তৃণমূল কাউন্সিল অরুণ ভৌমিককে কাটমানি ফেরত দিতে হবে, এই দাবি তুলে মিছিল থেকে স্লোগানও দেন তারা । গন্ডগোলের আশঙ্কায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল অরুণবাবুর বাড়িতে । অভিযোগ, তার পরও BJP কর্মীরা হামলা চালায় ওই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে । এমনকী, কয়েকজন BJP সমর্থককে দলীয় পতাকা নিয়ে পুলিশের দিকে তেড়ে যেতেও দেখা যায় বলে অভিযোগ ।
ঘটনার পর রবিবার রাতে বারাসত থানায় অভিযোগ দায়ের করতে যান অরুণবাবু । তাঁর সঙ্গে ছিলেন বারাসত পৌরসভার উপ-পৌর প্রধান অশনি মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা । তাঁরা যখন পুলিশের কাছে নালিশ করছেন, তখন থানার বাইরে তৃণমূল কর্মীরা রীতিমতো তাণ্ডব চালাচ্ছিল বলে অভিযোগ । সেই ঘটনার ছবি ক্যামেরাবন্দি করছিলেন বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলের চিত্র সাংবাদিকরা । ছিলেন অন্যান্য সাংবাদিকরাও । এটা দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠে হামলাকারীরা । সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা ভেঙে দেয় । মারধরও করা হয় । থানার সামনে এমন ঘটনা ঘটলেও পুলিশ সাহায্য করেনি বলে দাবি সাংবাদিকদের । সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আজ, সোমবার বারাসতে জেলাশাসকের দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে । পাশাপাশি জেলাজুড়ে ধিক্কার মিছিলও করা হবে ।