কৃষ্ণনগর, 25জুন : রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠল আবার । পেটব্যথা নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি ছিলেন সাজিম ফকির (50) । কিন্তু আজ সকালে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান । রাস্তাতে তাঁর মৃতদেহ উদ্ধার হয় । হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির দিকেই আঙুল তুলেছে রোগীর পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর থানার পুলিশ ।
নদিয়ার হৃদয়পুরের বাসিন্দা ছিলেন সাজিম ফকির । 22 জুন শারীরিক অসুস্থতার কারণে তাঁকে চাপড়া হাসপাতালে ভরতি করা হয় । এরপর আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা । অভিযোগ, শক্তিনগর জেলা হাসপাতালে সঠিক চিকিৎসা পাচ্ছিলেন না ওই রোগী । অসহ্য পেট ব্যথা নিয়ে আজ সকালবেলা হাসপাতাল থেকে পালিয়ে যান সাজিম । কৃষ্ণনগর দোগাছি এলাকায় তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ । ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।