পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সিগনাল প্যানেলে আগুন বিক্ষোভকারীদের, পাঁশকুড়ায় আটকে গেল করমণ্ডল

দুপুর 12টা থেকে পাঁশকুড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ডাউন চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস । ক্ষোভে ফেটে পড়ে যাত্রীদের একাংশ । RPF ও GRP পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁশকুড়া স্টেশন থেকে হাওড়াগামী একটি স্পেশাল লোকাল ট্রেন ছাড়ার কথা ঘোষণা করে রেল কর্তৃপক্ষ ।

coromandel express stopped near panskura station
ব্যাহত ট্রেন পরিষেবা

By

Published : Dec 14, 2019, 10:02 PM IST

Updated : Dec 14, 2019, 10:26 PM IST

পাঁশকুড়া, 14 ডিসেম্বর :নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত । বিভিন্ন স্টেশনে সকাল থেকে বিক্ষোভ শুরু হয়েছে । কয়েকটি স্টেশনে ভাঙচুরও চালানো হয় । খড়্গপুর শাখার সাঁকরাইল স্টেশনের সিগনাল প্যানেলে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় । আগুনের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে সিগনাল ব্যবস্থা । ফলে একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার ট্রেন ।

দুপুর 12টা থেকে পাঁশকুড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ডাউন চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস । ক্ষোভে ফেটে পড়ে যাত্রীদের একাংশ । RPF ও GRP পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁশকুড়া স্টেশন থেকে হাওড়াগামী একটি স্পেশাল লোকাল ট্রেন ছাড়ার কথা ঘোষণা করে রেল কর্তৃপক্ষ ।

দেখুন কী বলছেন যাত্রীরা

কিন্তু এক্সপ্রেসের ভাড়া দিয়ে লোকাল ট্রেনে যাত্রা করতে আপত্তি জানান যাত্রীরা । তাঁরা জানান, লোকাল ট্রেনে যাবেন না । অন্যদিকে সিগন্যাল ব্যবস্থা ঠিক না হওয়ায় ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে পারেনি রেল কর্তৃপক্ষ । যার জেরেই ক্ষুব্ধ যাত্রীরা উত্তেজিত হয়ে প্লাটফর্মে ভাঙচুর চালায় । লোহার রেলিং রেললাইনের উপর ফেলে দিয়ে বিক্ষোভ দেখায় । প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ ।

যাত্রীদের অভিযোগ, বিক্ষোভ দেখালে রেল পুলিশের তরফে লাঠিচার্জ করার হুমকি দেওয়া হয় । এক মহিলা যাত্রী বলেন, "বেলা 12টা থেকে পাঁশকুড়া স্টেশনে আটকে আছি । কোনও জল-খাবারের ব্যবস্থা নেই । আমারা চাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যেতে । কত রাতে বাড়ি পৌঁছাতে পারব জানা নেই ।"

Last Updated : Dec 14, 2019, 10:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details