বর্ধমান, 5 ফেব্রুয়ারি : তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই বর্ধমান পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বিক্ষোভ শুরু হয়েছে । এর মধ্যে 19 নম্বর ওয়ার্ডের ঘোড়াশহিদ এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর শাহবুদ্দিন খানের বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ (Agitation over TMC Candidate list) ।
অন্যদিকে বর্ধমান পৌরনিগমের 30 নম্বর ওয়ার্ডের রানিগঞ্জ বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মল্লিকা পাঁজাকে প্রার্থী করার বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন । রাস্তার উপরে টায়ারে আগুন জ্বালিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন । এছাড়া এদিন 2 নম্বর ও 5 নম্বর ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখান ।
27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরনিগমে নির্বাচন । এই তালিকায় রয়েছে বর্ধমান পৌরনিগম । শুক্রবার বিকেলে বর্ধমান পৌরনিগমের প্রার্থী তালিকা প্রকাশ করে ঘাসফুল । এই পৌরনিগমের 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শাহবুদ্দিন খানকে । আর সেই নাম ঘোষণার পরই স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা গোলমাল শুরু করেন ।
আরও পড়ুন : TMC candidate list : তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রাট ! দল বলছে, পার্থ-সুব্রতর প্রকাশিত তালিকাই চূড়ান্ত
তাঁদের অভিযোগ, শাহবুদ্দিন খানকে গত পাঁচ বছরে এলাকার উন্নয়নমূলক কাজে পাওয়া যায়নি । তাঁর অঙ্গুলিহেলনেই এলাকায় একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হয় । এলাকায় ফের খুনের ঘটনা ঘটুক, তা চান না এলাকাবাসী । শাহবুদ্দিনের বদলে অন্য কাউকে প্রার্থী হিসেবে চাইছেন তাঁরা ।
অন্যদিকে 30 নম্বর ওয়ার্ডে মল্লিকা পাঁজাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে, তাঁকে কোনওদিন তৃণমূল কংগ্রেসের কোনও মিটিং-মিছিলে দেখতে পাওয়া যায়নি বলে দাবি কর্মীদের । তাই প্রার্থী বদলের দাবিতে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন । 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী পাকিজা বেগম বলেন, “বাঁকা নদীর নিচের জায়গা নিয়ে যখন গন্ডগোল চলছিল, সেই সময় প্রাক্তন কাউন্সিলর শাহবুদ্দিন খান আমার স্বামীকে ব্যবহার করেছিল । পরে শাহবুদ্দিন দুষ্কৃতীদের দিয়ে আমার স্বামীকে খুন করায় । তাই আমরা চাই না, এই এলাকায় আর খুনের ঘটনা ঘটুক । তাঁর পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করা হোক ।”
19 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী শেখ করিম বলেন, “আমাদের ওয়ার্ডে ইমরান কায়িম ও শেখ সমীর সব সময় মানুষের জন্য কাজ করেছেন । করোনার সময়, বন্যায়, ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা- এসব কিছু করেছেন তাঁরা । তাই শাহবুদ্দিনকে প্রার্থী হিসেবে চাই না আমরা । এই দু'জনের মধ্যে কাউকে তৃণমূল প্রার্থী করুক ।”
আরও পড়ুন : cpim publishe candidate list: মেমারি পুরসভায় প্রার্থী তালিকা প্রকাশ সিপিএমের
30 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী রাজেশ দাস বলেন, “আমাদের ওয়ার্ডে যাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে, তাঁকে আমরা কেউ চিনি না । তৃণমূল কংগ্রেসের তো নয়ই, অন্য কোন দলেও তাঁকে কেউ চেনে না । অথচ দলের জন্য যাঁরা সব সময় কাজ করেছেন, তাঁদের কাউকে টিকিট দেওয়া হল না । তাই প্রার্থী বদলের দাবিতেই আমাদের এই বিক্ষোভ ।”