দিল্লি, 24 জুন : "বালাকোট অভিযানের সময় আমাদের উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করা । আর পাকিস্তানের লক্ষ্য ছিল আমাদের সেনা ছাউনি । আমরা আমাদের সামরিক লক্ষ্য পূরণ করেছি । কিন্তু, পাকিস্তান পারেনি । তারা আমাদের আকাশসীমায় ঢুকতে পারেনি ।" আজ একথা বলেন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া ।
আকাশসীমা বন্ধ করলে তা পাকিস্তানের সমস্যা : বায়ুসেনা প্রধান - India
পাকিস্তানের বিমান ভারতীয় আকাশসীমায় ঢুকতে পারেনি, বললেন বায়ুসেনা প্রধান ।
14 ফেব্রুয়ারি 2019 । পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা ঘটে । শহিদ হন 40 জওয়ান । গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এই জঙ্গি হামলায় হাত ছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের । চুপ করে থাকেনি ভারত । পুলওয়ামা হামলার জবাব দেওয়া হবে বলে একাধিক সভা থেকে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । হয়েছিলও তাই । মাত্র 12 দিন পর পাকিস্তানের মাটিতে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের যুদ্ধবিমান । পাকিস্তান স্বীকার করে, ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করেছিল । তবে, জঙ্গি উপস্থিতির কথা তারা মানতে চায়নি ।
এরপরই দু'দেশের মধ্যে টানাপোড়েন চরমে ওঠে । পূর্ব সীমান্ত বরাবর নিজেদের আকাশপথ বন্ধ করে দেয় পাকিস্তান । মার্চে কয়েকদিনের জন্য আকাশপথ খুলে দিলেও ভারতীয় বিমানগুলি ওড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বজায় থাকে । সম্প্রতি সেই নিষেধাজ্ঞা বাড়িয়ে 28 জুন পর্যন্ত করা হয় । এর ফলে, মূলত ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আগত বিমানগুলিকে লম্বা রুটে আসতে হয় । এনিয়ে বায়ুসেনা প্রধান বলেন, "পাকিস্তান নিজেদের আকাশসীমা বন্ধ করেছে । এটা ওদের সমস্যা । আমাদের অর্থনীতি ভালো । আর এয়ার ট্র্যাফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ । আপনারা দেখবেন, বায়ুসেনা কখনও অসামরিক বিমানের জন্য আকাশপথ বন্ধ করেনি । "