আলিপুরদুয়ার, 1 অক্টোবর : কোভিড পরিস্থিতির মোকাবিলায় এবার উত্তরবঙ্গে 88 টি হাই ডিপেন্ডেন্সি ইউনিট পেতে চলেছে স্বাস্থ্যদপ্তর । সেইসঙ্গে খুব দ্রুত আলিপুরদুয়ারের তপসীখাতা কোভিড হাসপাতালে রোগীদের সর্বক্ষণ অক্সিজেন পরিষেবা দিতে চালু হচ্ছে অক্সিজেন পাইপলাইন ।
তপসীখাতা কোভিড হাসপাতালে চালু হতে চলেছে অক্সিজেন পাইপলাইন - তপসীখাতা কোভিড হাসপাতাল
তপসীখাতা কোভিড হাসপাতালে রোগীদের সর্বক্ষণ অক্সিজেন পরিষেবা দিতে চালু হচ্ছে অক্সিজেন পাইপলাইন । পাইপ লাইনে অক্সিজেন পাঠানোর ব্যবস্থা থাকলে বারে বারে অক্সিজেন সিলিন্ডার পালটে দেবার জন্য টেকনিশিয়ান দরকার হয় না । এতে রোগীদেরও সুবিধা হয় বলে জানাচ্ছেন উত্তরবঙ্গে কোভিড পরিস্থিতিতে বিশেষ দায়িত্বপ্রাপ্ত OSD সুশান্ত রায় ।
![তপসীখাতা কোভিড হাসপাতালে চালু হতে চলেছে অক্সিজেন পাইপলাইন Tapshikhata COVID 19 Hospital](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:26:38:1601560598-wb-alp-01-01102020-covid-19-hospital-7203916-01102020191325-0110f-1601559805-483.jpg)
উত্তরবঙ্গে কোভিড পরিস্থিতিতে বিশেষ দায়িত্বপ্রাপ্ত OSD সুশান্ত রায় বলেন, “উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, মালদহতে HDU বেড রাখা হবে । ” তপসীখাতা কোভিড হাসপাতালে খুব দ্রুত পাইপ লাইনে অক্সিজেন পাঠানোর কাজ শুরু হবে বলেও জানান সুশান্তবাবু ।
উল্লেখ্য, তপসীখাতা কোভিড হাসপাতালে ইতিমধ্যে 6 টি CCU বেড রয়েছে । এবার 10 টি HDU বেড থাকলে রোগীদের ব্যবস্থাপনায় যথেষ্ট সুবিধে হবে । সুশান্ত রায় এদিনও পরিস্কার জানিয়েছেন, উত্তরবঙ্গে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে । তবে আন্ততুষ্টির কোনও জায়গা নেই । বলেন, “আমরা সবসময় পরিস্থিতি বুঝে পদক্ষেপ করছি । আবার বিশেষজ্ঞদের একটি অংশ বলেন, কলকাতা থেকে রাজ্যের সবচেয়ে দূরের জেলা আলিপুরদুয়ার । যদিও ইতিমধ্যেই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে নজর কেরেছে নতুন এই জেলা । তবে আলিপুরদুয়ার জেলায় চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানের অনেক পদ খালি রয়েছে । পাইপ লাইনে অক্সিজেন পাঠানোর ব্যবস্থা থাকলে বারে বারে অক্সিজেন সিলিন্ডার পালটে দেবার জন্য টেকনিশিয়ান দরকার হয় না। রোগীদের সমস্যা হয় না ।"
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, “আমরা সবসময় সতর্ক রয়েছি । মানুষকে অবশ্যই নিয়মবিধি মেনে চলতে হবে । টেস্ট যথেষ্ট পরিমানে চলছে ।পাইপলাইনে অক্সিজেন সরবরাহ শুরু হলে অনেকটাই সুবিধা হবে আমাদের ।”