দিল্লি, 9 মে : ওয়ান প্লাস 7 ও ওয়ান প্লাস 7 প্রো 5G-তে অ্যানড্রয়েড Q বেটা আপডেট থাকবে । পাশাপাশি, ওয়ান প্লাস 6 ও 6T-তে অ্যানড্রয়েড Q বেটা আপডেট ডাউনলোড করা যাবে । গতকাল গুগলের I/O 2019 ডেভেলপার সম্মেলন চলাকালীন এই ঘোষণা করা হয় ।
ওয়ান প্লাস 7 ও ওয়ান প্লাস 7 প্রোতে থাকবে অ্যানড্রয়েড Q বেটা
অপরদিকে, ওয়ান প্লাস 6 ও 6T-তে অ্যানড্রয়েড Q বেটা আপডেট ডাউনলোড করা যাবে ।
@oneplus
ওয়ান প্লাসের CEO পিট লাউ বলেন, "ইন্ডাস্ট্রিতে অন্যতম দ্রুত সফটওয়ার আপডেট থাকায় আমরা অত্যন্ত উত্তেজিত । অ্যানড্রয়েড Q বেটার ফলে আমাদের টেক স্যাভি ফলোয়াররা নতুন প্রযুক্তির অভিজ্ঞতা লাভ করবেন । "
14 মে বাজারে আসতে চলেছে ওয়ান প্লাস 7 ও ওয়ান প্লাস 7 প্রো । ভারতে OnePlus7 Pro-র দাম 49 হাজার 999 টাকা থেকে শুরু হবে । বেস মডেলে 6 GB Ram ও 128 GB ইন্টারনাল স্টোরেজ থাকবে ।