মালদা, 16 জুন : পাচার হওয়ার আগেই সাইকেল বোঝাই পিকআপ ভ্যানকে বাজেয়াপ্ত করল মালদা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই গাড়ির চালককে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ডিস্কো মোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়।
গতকাল গভীর রাতে হবিবপুরের দিকে যাচ্ছিল সাইকেল বোঝাই একটি পিকআপ ভ্যান ৷ রাতে বাইপাস সংলগ্ন এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়কে টহলদারি চালাচ্ছিল মালদা থানার একটি পুলিশ দল ৷ গভীর রাতে পিকআপ ভ্যানটি দেখে পুলিশকর্মীদের সন্দেহ হয়৷ ভ্যানটিকে আটকাতেই পুলিশের নজরে আসে ভ্যানে প্রায় ৫০টি সাইকেল বোঝাই করা রয়েছে। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশকর্মীরা। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন জবাব দেওয়ায় পুলিশকর্মীরা ওই চালককে গ্রেপ্তার করে এবং সাইকেল বোঝাই লরিটিকে থানায় নিয়ে যাওয়া হয়।