কলকাতা, 9 সেপ্টেম্বর : অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে দেশে দশম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ । রাজ্যে জেলা হিসেবে কলকাতা রয়েছে তৃতীয় স্থানে । কলকাতায় প্রতি চারজনের মধ্যে একজনের শরীরে এই অ্যান্টিবডির খোঁজ পাওয়া গিয়েছে । মানুষের শরীরে COVID-19 প্রতিরোধের ক্ষমতা তৈরির ইঙ্গিত পাওয়া গিয়েছে । সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য ।
দেশের কত শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তা নির্ণয় করতে একটি সমীক্ষা করা হয় । প্রকাশ করা হয় তার রিপোর্ট । দেশজুড়ে এই সেরো-পজ়িটিভিটি সমীক্ষা করেছে বেসরকারি একটি ল্যাবরেটরি । সমীক্ষার রিপোর্টে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের 22.99 অর্থাৎ প্রায় 23 শতাংশের মধ্যেই অ্যান্টিবডির খোঁজ পাওয়া গিয়েছে । কলকাতার ক্ষেত্রে এই হার 26.64 শতাংশ । তাঁদের শরীরে COVID-19-এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে । দেশের নিরিখে এই হার 20.95 শতাংশ ।
সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে বেসরকারি ওই ল্যাবের CEO এ ভেলুমানি বলেন, "মানুষের মধ্যে COVID-19-এর বিরুদ্ধে মোটামুটি উচ্চ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে । আমাদের এই সমীক্ষায় দেশের 3 লাখ 50 হাজার পরীক্ষার তথ্য রয়েছে । প্রতিদিন সাত হাজার পরীক্ষার তথ্য সংগ্রহ করা হয়েছে । 10 শতাংশ পশ্চিমবঙ্গের ।"
রিপোর্টের বিষয়ে কলকাতার বেসরকারি একটি হাসপাতালের চিকিৎসক রাহুল জৈন বলেন, "যে কোনও সমীক্ষা যদি অনেক বেশি সংখ্যক নমুনার উপর ভিত্তি করে হয়, তবে বেশ ভালো ফলাফল পাওয়া যেতে পারে । COVID-19-এর উপর কোনও সমীক্ষার ক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরের মানুষের নমুনা সংগ্রহ করা উচিত । হয়ত খুব তাড়াতাড়ি আমাদের এখানে COVID-19 সংক্রমণের হার কমতে শুরু করবে ।" সমীক্ষায় অ্যান্টিবডি তৈরির নিরিখে জেলা হিসেবে রাজ্যে কলকাতা তৃতীয় স্থানে । প্রথম স্থানে দার্জিলিং । সংশ্লিষ্ট জেলায় এই হার 41.53 শতাংশ । দ্বিতীয় স্থানে হাওড়া । হার 27.61 শতাংশ ।
দেশের নিরিখে পশ্চিমবঙ্গ দশম স্থানে । প্রথম স্থানে বিহার । সংশ্লিষ্ট রাজ্যে এই হার 31.87 শতাংশ । দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ । এই রাজ্যে অ্যান্টিবডি তৈরির হার 30.41 শতাংশ । তৃতীয় স্থানে রয়েছে পঞ্জাব । সেখানে অ্যান্টিবডি তৈরির হার 29.9 শতাংশ।
________