পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মদের দাম মেটানো নিয়ে বচসা, প্রতিবেশীর মারে মৃত্যু এক ব্যক্তির

মদের দাম মেটানো নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসা এবং সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। সোমবার গুরুতর জখম শুকলাল মুন্ডার মৃত্যু হওয়ায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার স্ত্রী। স্থানীয় পুলিশ প্রতিবেশী সন্তোষ মুর্মুকে গ্রেপ্তার করে।

Siliguri
Siliguri

By

Published : Jun 30, 2020, 10:47 PM IST

শিলিগুড়ি, 30 জুন: মদের দাম মেটানো নিয়ে ঝগড়া ও পরে মারপিটে জখম এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রতিবেশীকে গ্রেপ্তার করল শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ। মৃতের নাম শুকলাল মুন্ডা(30)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে প্রধান নগর থানা এলাকার দাগাপুর চা বাগানের নিউ লাইন এর বাসিন্দা শুকলাল মন্ডলের থেকে মদ কেনার সময় প্রতিবেশী সন্তোষ মুর্মুর সঙ্গে মদের দাম মেটানো নিয়ে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হতেই শুকলালকে লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন তিনি। রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় সোমবারই মৃতের স্ত্রী প্রধান নগর থানায় সন্তোষ মুর্মুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং আজ তাঁকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।

এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP কুনওয়ার ভূষণ সিং বলেন, খুনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details