ব্যারাকপুর, 11 জুন : ভাটপাড়ায় বোমা ফেটে মৃত্যু হল দু'জনের । নাম মহম্মদ হালিম (60) ও মহম্মদ মুস্তাক । জখম হয়েছেন এক মহিলা সহ তিনজন । তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । এই ঘটনায় লালবাবু দাস, ইন্দ্রজিৎ দাস এবং প্রদীপ সাউ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ । এছাড়াও 25 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ।
রাত 12টা নাগাদ ভাটপাড়া আর্যসমাজে একটি বোমা ফাটে । সেসময় বাড়ির বাইরে বসেছিলেন মহম্মদ হালিম । বোমার আঘাতে তাঁর মৃত্যু হয় । আজ ভোররাতে মহম্মদ মুস্তাক নামে আরও একজনের মৃত্যু হয়। জখম হন তিনজন । তাঁদের ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় । প্রাথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ।