পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

এলাকা দখল ঘিরে চুঁচুড়াতে চলল গুলি, মৃত 1 - Bullet

এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চালানো হয় । ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ।

ছবিটি প্রতীকী

By

Published : Jun 23, 2019, 9:34 AM IST

Updated : Jun 23, 2019, 1:10 PM IST

চুঁচুড়া, 23 জুন : এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজনের । মৃত ব্যক্তি এলাকায় হাতকাটা মুন্না বলে পরিচিত । ঘটনাটি চুঁচুড়ার ।

স্থানীয়দের বক্তব্য, CPI(M) আমলে চুঁচুড়া এলাকায় ত্রাস ছিল মানিক সর্দার ও হাতকাটা মুন্না । 2011 সালে রাজ্যে পালাবদলের পর দু'জনেই বেপাত্তা হয়ে যায় । তারপর থেকে এলাকায় দাপিয়ে বেড়াত তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা । নেতৃত্বে ছিল বিজয় কাহার । লোকসভা ভোটের পর এলাকায় দাপট কিছুটা কমে বিজয়ের । BJP-র শক্তি বাড়ায় গেরুয়া শিবিরের সঙ্গে ক্রমশ সখ্যতা বাড়িয়ে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে তৎপর হয় মানিক ও হাতকাটা মুন্না । সেই এলাকা দখলকে কেন্দ্র করে গতরাতে সংঘর্ষ হয় ।

চুঁচুড়া আজাদ হিন্দ ক্লাবে বসেছিল বিজয় ও তার দলবল । সেই সময় মানিকের দলবল বাইকে করে সেখানে আসে । দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । তা ক্রমশ হাতাহাতিতে গড়ায় । পরে এলোপাথাড়ি গুলি চালানো হয় । বুকে গুলি লাগে মুন্নার । পরে তাকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

উদ্ধার হওয়া গুলির খোল

বিজয় বলে, "আটজন এসে আমাদের মারধর শুরু করে । চেয়ার ভেঙে দেয় । আচমকা গুলি চালাতে শুরু করে । প্রাণ বাঁচাতে আমরা পালিয়ে গিয়ে থানায় আশ্রয় নিই । " বিজয়ের দাবি, শুক্রবার মানিকের দলবল এসে ক্লাব দখলের হুমকি দিয়েছিল । আর কাল দুষ্কৃতীরা বারবার মানিক ও স্থানীয় BJP নেতা সপ্তর্ষি ব্যানার্জির নাম নিচ্ছিল । সপ্তর্ষি বাংলা সাহিত্যের অন্যতম মুখ রামগতি ন্যায়রত্নের প্রপৌত্র ।

যদিও গুলি চালানোর ঘটনায় তাঁর কোনও ভূমিকার কথা অস্বীকার করেছেন সপ্তর্ষি । CPI(M) আমলের দুষ্কৃতীদের সঙ্গে গেরুয়া শিবিরের কোনও যোগ নেই বলে মন্তব্য করেন । তাঁর বক্তব্য, CPI(M) ও তৃণমূলের দুষ্কৃতীদের মধ্যে শত্রুতার জেরে হয়েছে । আর বাঁচার জন্য BJP-র নাম নিচ্ছে ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Jun 23, 2019, 1:10 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details