দুর্গাপুর, 26জুন : কোরোনা সংক্রমিত হলেন দুর্গাপুর মহকুমা প্রশাসনিক দপ্তরে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট । সিল করা হয়েছে সিটি সেন্টারের প্রশাসনিক দপ্তরটি । আজ বিকেলে দুর্গাপুর মহকুমা প্রশাসনিক ভবনকে জীবাণুমুক্ত করা হয় ।
গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন দুর্গাপুর মহকুমার ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট । গতকাল তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । তাঁর সোয়াব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় । আজ তার রিপোর্ট আসে । জানা যায়, তিনি COVID-19 পজ়িটিভ । আজ তাঁকে মলানদিঘীর বিশেষ কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট, সিল হল দুর্গাপুর মহকুমা প্রশাসনিক দপ্তর
কোরোনা আক্রান্ত দুর্গাপুর মহকুমা প্রশাসনিক দপ্তরে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট । তিনি মলানদিঘীর বিশেষ কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন । সিল করা হয়েছে ওই অফিস ।
ডেপুটি ম্যাজিস্ট্রেটের কোরোনা সংক্রমণের খবর আসার পরেই তৎপর হয়েছে মহকুমা প্রশাসনিক মহল । প্রশাসনিক ভবনের সব দপ্তরে সোমবার পর্যন্ত কাজ বন্ধ থাকবে । প্রত্যেকটি দপ্তর সিল করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক অনির্বান কোলে । জেলাশাসকের নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই দপ্তর স্যানিটাইজ় করার প্রক্রিয়া শুরু হয়েছে । উল্লেখ্য , মহকুমা প্রশাসনিক দপ্তরের পাশাপাশি এই ভবনে রয়েছে মহকুমা আদালত । ACJM-কে অনুরোধ করেছেন মহকুমা শাসক । আদালত বন্ধ করার জন্য অনুরোধ করেছেন তিনি ।
পাশাপাশি এই ভবনে পরিবহন দপ্তরের কার্যালয়, পোস্ট অফিস, খাদ্যদপ্তর সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর রয়েছে । সব কার্যালয়ই আগামী সোমবার পর্যন্ত বন্ধ । মহকুমা শাসক আরও জানান, তাঁর দপ্তরের সমস্ত কর্মী সেল্ফ কোয়ারানটিনে যাচ্ছেন । আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটের সংস্পর্শে আসা 50জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে । তাঁদের প্রত্যেকের সোয়াব নমুনা আজ পরীক্ষা করা হচ্ছে । এবং ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটের সংস্পর্শে আসা অন্যান্য ব্যক্তিদের চিহ্নিতকরণের প্রক্রিয়া এখনও চলছে বলে জানান অনির্বাণ কোলে । তবে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি ।
কোরোনা সংক্রমণ বাড়লেও দুর্গাপুরের বাজারগুলিতে সচেতনতার অভাব দেখা যাচ্ছে । কলকাতা-দুর্গাপুর বাস পরিষেবা চালু হয়েছে । সংক্রমণের আশঙ্কা তাই থেকেই যাচ্ছে । কলকাতায় সংক্রমণ বাড়ছে, যানবাহন পরিষেবা শুরু হওয়ায় জেলাগুলিতেও সংক্রমণ বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।