পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার, আটক প্রতিবেশী যুবক - Murshidabad

মুর্শিদাবাদের সালারে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পড়শি মোশারফ শেখ বহুদিন ধরে ওই ছাত্রীকে বিরক্ত করত। মোশারফই সীমাকে খুন করেছে।

Sima khatun
Sima khatun

By

Published : Jun 6, 2020, 8:54 PM IST

সালার, 6 জুন : যুবতির মৃত্যুর ঘটনায় আটক করা হল প্রতিবেশী এক যুবককে। আজ সকাল দশটা নাগাদ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় কলেজ ছাত্রী সীমা খাতুন (20)কে। পরিবারের অভিযোগ, পড়শি মোশারফ শেখ সীমাকে খুন করে তার দেহ ঝুলিয়ে দেয় ।

অভিযোগ, মুর্শিদাবাদের সালার থানার রায়গ্ৰামের বাসিন্দা B.A দ্বিতীয় বর্ষের ছাত্রী সীমাকে দীর্ঘদিন ধরেই কটূক্তি করে বিরক্ত করত মোশারফ। সীমার মা তাঁর বাপের বাড়ি দক্ষিণখণ্ড গ্রামে গিয়েছিলেন। সীমার বাবা পেশায় দর্জি । সকালেই কাজে গিয়েছিলেন তিনি। প্রতিবেশীরা কিছু আওয়াজ শুনতে পেয়ে বাড়িতে ঢুকে সীমার ঝুলন্ত দেহ দেখতে পান। ঘরে অন্য কাউকে দেখা যায়নি। দেহ নামানোর সময় তাঁর শরীরে বিভিন্ন আঘাতের চিহ্নও দেখা যায়। সালার থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল পাঠায় ।

প্রতিবেশীদের অভিযোগ , সীমা বাড়িতে একা থাকার সুযোগেই বাড়িতে ঢুকে খুন করে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় মোশারফ। অভিযুক্ত যুবক ক্লাস টুয়েলভে পড়ে ।

মৃতার পরিবারের তরফ থেকে সালার থানায় মোশারফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । এই ঘটনায় অভিযুক্ত মোশারফ শেখ ও তার পিতা জাহাঙ্গীর শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সালার থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details