পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ছত্তিশগড়ে মাওবাদীদের গুলিতে শহিদ 4 BSF জওয়ান - encounter

মাওবাদীদের সঙ্গে গুলি লড়াইয়ে শহিদ হলেন 4 BSF জওয়ান। আহত আরও 2 জওয়ান।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 4, 2019, 2:29 PM IST

Updated : Apr 4, 2019, 2:53 PM IST

কাঙ্কের (ছত্তিশগড়), 4 এপ্রিল : ছত্তিশগড়ের কাঙ্কেরে মাওবাদীদের গুলিতে শহিদ হলেন 4BSF জওয়ান। 2 জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ কাঙ্কেরে এনকাউন্টার চলাকালীন BSF জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। গুলিতে ঘটনাস্থানেই শহিদ হন 4 জওয়ান।

আহত দুই জওয়ানকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি।

Last Updated : Apr 4, 2019, 2:53 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details