পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

প্রেমিকা ও তার বাবাকে চাকু মেরে গ্রেপ্তার যুবক - জলপাইগুড়ি থানা

প্রেমের প্রস্তাবে না । রাগের বশেই এক যুবক প্রেমিকা ও তার বাবাকে চাকু মারে বলে অভিযোগ।

Jalpaiguri
Jalpaiguri

By

Published : Jul 4, 2020, 11:06 PM IST

জলপাইগুড়ি,4জুলাই: প্রেমের প্রস্তাবে সায় নাদেওয়ায় জন্য রাগের বশেই গতকাল রাতে এক যুবক প্রেমিকা ও তার বাবাকে চাকু মারে বলেঅভিযোগ। এরপরেই স্থানীয়রা যুবকটিকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।

আজজলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সংবাদ মাধ্যমের সামনেগতকাল রাতের ঘটনাটি সম্বন্ধে বলতে গিয়ে আক্রান্ত মেয়েটি জানায়,"গত দুই বছর ধরে তাকে যুবকটি নানা ভাবেবিরক্ত করত। রোজ ফোন করে অথবা ম্যাসেজ় করে আমাকে বিরক্ত করত। গতকাল হঠাৎই আমাদেরবাড়িতে এসে আমার বাবাকে প্রথমে চাকু দিয়ে আঘাত করে এরপর আমাকে ও মায়ের হাতেও চাকুরআঘাত লাগে। "

আক্রান্ত মেয়েটির মা জলপাইগুড়ি থানায়অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত যুবক কোন মন্তব্য করতে চায়নি।

ABOUT THE AUTHOR

...view details