উদ্ধার শিলিগুড়ির নিষিদ্ধপল্লিতে বিক্রি হওয়া অসমের নাবালিকা, গ্রেপ্তার 1
প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে বিক্রির অভিযোগ নিষিদ্ধপল্লিতে । তদন্তে নেমে শিলিগুড়ি থেকে এক মহিলাকে গ্রেপ্তার করল অসম পুলিশ ।
শিলিগুড়ি, 5 অগাস্ট: নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে নিষিদ্ধপল্লিতে বিক্রির অভিযোগের তদন্তে নেমে মহম্মদ শফিউল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে অসম পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসারেরা জানতে পারেন ওই নাবালিকাকে শিলিগুড়ির নিষিদ্ধপল্লিতে বিক্রি করা হয়েছে। এরপরেই ধৃতকে সঙ্গে নিয়ে শিলিগুড়ি পৌঁছায় অসম পুলিশের বিশেষ একটি টিম । শিলিগুড়ি থানার পুলিশের সহযোগিতায় ওই নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি এক মহিলাকে গ্রেপ্তার করে ।
জানা গিয়েছে, শফিউল্লা বিবাহিত। তার সন্তানও রয়েছে। যদিও সেসব পরিচয় গোপন করেই এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে সে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রথমে কোচবিহার নিয়ে আসে, পরে শিলিগুড়ির নিষিদ্ধপ্ললিতে তাকে বিক্রি করে দেয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নামে অসম পুলিশ। শুরুতেই শফিউল্লাকে গ্রেপ্তার করে। তাকে রিমান্ডে নিয়েই শিলিগুড়ি পৌঁছায় অসম পুলিশ। এরপর শিলিগুড়ি থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয় নিষিদ্ধপল্লিতে। ওই নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি এক মহিলাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে খবর, ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে ট্রানজিট রিমান্ড নিয়ে অসম নিয়ে যাওয়া হবে। অন্যদিকে, উদ্ধার হওয়া ওই নাবালিকাকেও অসমে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।