দিল্লি, 21 জুন : প্রথম দফায় রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আটকে গেছিল তিন তালাক বিল । দ্বিতীয়বার ক্ষমতায় এসে বাদল অধিবেশনের পঞ্চম দিনেই লোকসভায় তিন তালাক বিল উত্থাপন করল মোদি সরকার। আজ বিলটি লোকসভায় পেশ করেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ । কিন্তু, বিলের বিরোধিতা করে কংগ্রেস। কংগ্রেস সাংসদ শশী থারুরের যুক্তি, যে কোনও ধর্মের ক্ষেত্রেই এটা হতে পারে । সে দিক থেকে এটি একটি বৈষম্যমূলক বিল ।
তিন তালাক উচ্চারণের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের প্রথা বা 'তালাক-এ-বিদ্দত'-কে অসাংবিধানিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট । এমনকী তিন তালাককে জামিন অযোগ্য ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা করতে বিলও এনেছিল প্রথম মোদি সরকার । লোকসভায় বিলটি পাশ হলেও পর্যাপ্ত সংখ্যায় না থাকায় রাজ্যসভায় আটকে যায় । বিল পাশ করতে না পারায় অধ্যাদেশ জারি করেছিল সরকার । সংসদের নিয়ম অনুযায়ী লোকসভা নির্বাচনের পর প্রথম অধিবেশনে পড়ে থাকা বিভিন্ন অধ্যাদেশগুলি পাশ করাতে হয় । তা না হলে সেগুলি খারিজ হয়ে যায় । অতীতে তিন তালাকের ক্ষেত্রে দু'বার অধ্যাদেশ জারি করেছিল সরকার । যার মেয়াদ লোকসভা অধিবেশনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয় ।