দিল্লি, 14 সেপ্টেম্বর : সংসদে বাদল অধিবেশন শুরুর প্রথমদিনেই 17 জন সাংসদের নমুনা পরীক্ষার রিপোর্ট কোরোনা পজ়িটিভ এসেছে । তালিকায় নাম রয়েছে শাসকদল BJP-র মীনাক্ষী লেখি, অনন্তকুমার হেগড়ে এবং প্রভেশ সাহিব সিংয়ের ।
কোরোনা প্যানডেমিকের জেরে দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন । কোরোনা আবহে এই প্রথম কোনও অধিবেশন শুরু হল সংসদে । 18 দিন ধরে চলবে অধিবেশন । স্বাস্থ্যবিধি মেনেই অধিবেশনে সামিল হন সাংসদরা।