পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কোরোনায় মৃত্যু কলকাতা পুলিশের এক OC-র - Kolkata

1995 ব্যাচের অফিসার ছিলেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর অভিজ্ঞান মুখোপাধ্যায় । তিনি সোনা নামে পরিচিত ছিলেন । কোরোনায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

মৃত্যু
মৃত্যু

By

Published : Jul 24, 2020, 1:38 PM IST

Updated : Jul 24, 2020, 3:21 PM IST

কলকাতা, 24 জুলাই: কোরোনায় মৃত্যু হল কলকাতা পুলিশের এক OC-র । নাম অভিজ্ঞান মুখোপাধ্যায় । 1995 ব্যাচের অফিসার ছিলেন তিনি ।

সম্প্রতি তিনি অসুস্থ হন । শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় । পরপর দু'বার টেস্ট করান । দু'বারই তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । তৃতীয়বার রিপোর্ট পজ়িটিভ আসে ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা । সহকর্মীদের নাকি মাঝেমধ্যেই তিনি বলতেন, “আমার মাঝেমধ্যেই হারিয়ে যেতে ইচ্ছে করে।" সোনা নামেই পরিচিত ছিলেন তিনি ।

এর আগে 13 জুন শিয়ালদা ট্রাফিক গার্ডে কর্মরত কনস্টেবল দিলীপ সর্দারের মৃত্যু হয় । তার বেশ কয়েকদিন আগে সাউথ ট্রাফিক গার্ডের কনস্টেবল সেবাস্তিয়ান সাকসার মৃত্যু হয়। সেবাস্তিয়ানের স্মরণসভার দিনই মৃত্যু হয় দিলীপের । এরপর মৃত্যু হয় সিভিক ভলান্টিয়ার সুব্রত দাসের । এবার মৃত্যু হল OC অভিজ্ঞান মুখোপাধ্যায়ের ।

Last Updated : Jul 24, 2020, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details