পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

নতুন করে আক্রান্ত 32জন, মুর্শিদাবাদে কমছে কোভিড হাসপাতালে খলি বেডের সংখ্যা

নতুন করে আক্রান্ত আজ মুর্শিদাবাদে আরও 32 জন কোরোনায় আক্রান্ত। মোট আক্রান্তের সংখ্যা 674 জন। আগামী সপ্তাহে সংক্রমণের সম্ভাবনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে । কারণ শনিবার সংখ্যালঘু সম্প্রদায়ের ইদ উৎসব রয়েছে।

কোভিড হাসপাতালে
কোভিড হাসপাতালে

By

Published : Jul 30, 2020, 9:43 PM IST

মুর্শিদাবাদ,30 জুলাই : জেলায় নতুন করে আজ আরও 32 জন কোরোনা আক্রান্তের সন্ধান মিলল। মনে হচ্ছে,আশঙ্কায় ধীরে ধীরে সত্যি হতে চলেছে। আজ কোভিড হাসপাতালে খালি বেডের সংখ্যা আরও কমল। দুশো বেডের দুই কোভিড হাসপাতালে বর্তমানে ভরতি রয়েছেন 186 জন। চলতি সপ্তাহটা শেষ হতে বাকি মোটে দুদিন । যদি এই হারে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তাহলে ইতিমধ্যে আরও একটি বিকল্প চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনকে। তবে, আশার বিষয় এই যে সদর হাসপাতালে আরও খালি জায়গা পড়ে আছে যেখানে কোভিড হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলা সম্ভব। আগামী সপ্তাহে সংক্রমণের সম্ভাবনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ শনিবার সংখ্যালঘু সম্প্রদায়ের ইদ উৎসব রয়েছে।

আজকে 32 জন কোরোনা আক্রান্তেরা হলেন রঘুনাথগঞ্জ 2 ব্লকের 1 জন, সামসেরগঞ্জের ব্লকের 4 জন, লালগোলা ব্লকের4 জন, সুতি 1 ও 2 ব্লকের মোট 5 জন, জঙ্গিপুর পৌরসভা এলাকার 5 জন, মুর্শিদাবাদ পৌরসভা এলাকার 1 জন, ভগবানগোলা 2 ব্লকের 1 জন, খড়গ্রাম ব্লকের 1 জন, ফারাক্কা ব্লকের 2 জন এবং বহরমপুর শহরের 8 জন। আজ জেলা স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত ডেইলি বুলেটিন অনুযায়ী জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 674 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 186 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 484 জন। গতকাল দুজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10 জন।

কোভিড হাসপাতালে খালি বেডের সংখ্যা দ্রুত কমতে থাকায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তরের। অনেক আধিকারিকদের মতে,মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজ়েন টেস্ট শুরু হওয়ায় বেশি মাত্রায় আক্রান্ত ধরা পড়ছে ।

ABOUT THE AUTHOR

...view details