রায়গঞ্জ, 20 জুন : লাদাখের গালওয়ান উপত্যকায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিলেন রায়গঞ্জের প্রাক্তন ভারতীয় সেনা ও BSF জওয়ানরা। রায়গঞ্জের ঘড়িমোড়ে মোমবাতি প্রজ্জ্বলন করে ও নীরবতা পালন করে শ্রদ্ধা জানান তাঁরা।
শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন সৈনিক সংঘের - North dinajpur
লাদাখের গালওয়ান উপত্যকায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে রায়গঞ্জের ঘড়িমোড়ে প্রাক্তন সেনাবাহিনীর কর্মীরা জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়ে ও নীরবতা পালন করে শোকপ্রকাশ করলেন।
এক সময় যারা সীমান্তে জীবনের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করে এসেছেন, তাঁরা বর্তমান পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারছেন। দেশকে অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করতে শহিদ হওয়া জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে সেনাবাহিনীর প্রাক্তন কর্মীরা একজোট হয়ে সম্মান জানিয়ে চিনকে যোগ্য জবাব দেওয়া হোক, এই আশা প্রকাশ করলেন।
শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এক প্রাক্তন সেনা কর্মী বলেন, "ভারতীয় সেনা অমর হোক। লাদাখে চিনা সেনাবাহিনীর ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব দেবেন ভারতীয় জওয়ানেরা, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। "