বারাসত, 26জুন : বেহাল দশা 34 নম্বর জাতীয় সড়কের । প্রায়ই ঘটছে কোনও না কোনও দুর্ঘটনা । গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পথে নামল বাম ও কংগ্রেস কর্মীরা । আজ বারাসতের কলোনি মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তারা । আন্দোলনের জেরে জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে যায় । পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরালে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
বারাসত থেকে সন্তোষপুর পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কের প্রায় ছয় কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা । বর্ষা শুরু হতেই রাস্তার সেই বেহাল দশা আরও প্রকট হয়েছে । চারিদিকে অজস্র ছোটো বড় গর্ত । পিচের প্রলেপ পর্যন্ত বাইরে বেরিয়ে এসেছে । এই অবস্থায় একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারন মানুষকে । সমস্যার মুখে পড়তে হচ্ছে চালকদেরও । এক কিলোমিটার রাস্তা পের হতে আধ ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে তাঁদের । কখনও কখনও রাস্তার গাড্ডায় পড়ে বিকল হচ্ছে গাড়িও ।
লকডাউনের জেরে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক সংস্কারের কাজ কার্যত থমকে গিয়েছে । সংস্কার না হওয়ার কারনে প্রায়শই লেগে রয়েছে কোনও না কোনও দুর্ঘটনা । সেই কারণে রাস্তা সংস্কারের দাবিতে আজ দুপুরে পথে নেমে অবরোধ বিক্ষোভে সামিল হন বাম ও কংগ্রেস কর্মীরা । বারাসত কলোনি মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে এই আন্দোলনের নেতৃত্ব দেন জেলা বাম নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়, দেবব্রত বসু, অমলেন্দু দেবনাথ ও জেলা কংগ্রেস নেতা খোকা বোস । প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই অবরোধ বিক্ষোভ । আন্দোলনের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় 34 নম্বর জাতীয় সড়কে ।