ব্যারাকপুর, 23 জুন : মাসখানেক আগেও ভিড় লেগেই থাকত । নদিয়া, বারাসত বিভিন্ন জায়গা থেকে আসতেন পাইকারি ক্রেতারা । কিন্তু, লোকসভা ভোটের পর থেকেই বদলাতে থাকে চিত্রটা । বাড়তে থাকে হিংসাত্মক ঘটনা । ভয়ে ত্রস্ত হয়ে ওঠে সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার, ক্রেতারা । পুলিশি নিরাপত্তার আশ্বাস পেয়ে বৃহস্পতিবার কয়েকটি দোকান খোলে । কিন্তু, দুপুরেই ফের হিংসা ছড়ায় । সামান্য আশার আলো দেখা ব্যবসায়ী, সাধারণ মানুষ ফের আতঙ্কিত হয়ে পড়ে । পাইকারি ক্রেতাদের দরদামে সবসময়ে গমগম করা কাঁকিনাড়া বাজারেই শোনা যাচ্ছে শুধুমাত্র পুলিশ, RAF-এর ভারী বুটের আওয়াজ । লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের । শেষপর্যন্ত স্থানীয় সাংসদ অর্জুন সিং ও প্রশাসনের আশ্বাসের পর আজ কিছু দোকান খুলেছে । জিনিস কেনাবেচাও শুরু হয়েছে । তবে এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি ভাটপাড়া-কাঁকিনাড়া । চলছে পুলিশের টহল ।
বৃহস্পতিবার ফাঁড়িকে থানায় হিসেবে উদ্বোধন করার সময় শুরু হয়েছিল অশান্তি । গুলিবৃষ্টি-বোমাবাজির জেরে প্রাণ হারান দু'জন । জখম হন বেশ কয়েকজন । ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নবান্ন । তড়িঘড়ি এলাকায় জারি করা হয় 144 ধারা । নামানো হয় RAF, বিশাল পুলিশবাহিনী । দ্রুততার সঙ্গে বদলি করা হয় ব্যারাকপুরের তৎকালীন পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরিকে । নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয় মনোজ বর্মাকে ।