পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

নতুন করে ইন্টার্ন শিক্ষক নিয়োগ নয় : শিক্ষামন্ত্রী

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, প্রাথমিক স্কুলে ইন্টার্নশিপের জন্য ন্যূনতম কলেজ পাশ করতে হবে । তাঁদের মাসে 2 হাজার টাকা দেওয়া হবে । অপরদিকে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ইন্টার্নশিপের জন্য ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । তাঁদের মাসে 2,500 টাকা দেওয়া হবে ।

পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Jun 24, 2019, 11:21 AM IST

Updated : Jun 24, 2019, 2:21 PM IST

কলকাতা, 24 জুন : নতুন করে আর নিয়োগ করা হবে না ইন্টার্ন শিক্ষকদের । তবে যাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল তাঁদের নিয়োগ করা হবে । আজ বিধানসভায় একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

রাজ্যের একাধিক স্কুলে শিক্ষকের ঘাটতি রয়েছে । তা সামাল দেওয়ার জন্য স্কুলে ইন্টার্ন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের অনেক জায়গায় শিক্ষক থাকলেও পডু়য়া নেই । কোথাও আবার উলটো চিত্র । সেখানে পডু়য়া থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই । ঠিক হয়, প্রাথমিক স্কুলে ইন্টার্নশিপের জন্য ন্যূনতম কলেজ পাশ করতে হবে । তাঁদের মাসে 2 হাজার টাকা দেওয়া হবে । অপরদিকে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ইন্টার্নশিপের জন্য ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । তাঁদের মাসে 2,500 টাকা দেওয়া হবে । ভালো কাজ করলে ভাতা দ্বিগুণ করারও কথা বলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি, ইন্টার্নদের শংসাপত্র দেওয়া হবে ।

কিন্তু, সরকারের এই প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হয় । প্রতিবাদে সরব হয় বিভিন্ন সংগঠনের শিক্ষকরা । তাঁদের বক্তব্য, স্কুল সার্ভিস কমিশন নিয়মিত নিয়োগ পরীক্ষা না নেওয়ায় বহু শিক্ষক পদ শূন্য রয়েছে । আর এর পরিবর্তে নামমাত্র ভাতা দিয়ে অস্থায়ী ইন্টার্ন শিক্ষক নিয়োগের চেষ্টা করছে সরকার । এর ফলে, মেধাবী পডু়য়ারা সুযোগ থেকে বঞ্চিত হবে । অপরদিকে, সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনার মানও কমবে । ফলে অভিভাবকরা বেসরকারি স্কুলের দিকে ঝুঁকবেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ বিধানসভায় ইন্টার্ন শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে প্রশ্ন করেন আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র । শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন । জবাবে শিক্ষামন্ত্রী জানান, আর ইন্টার্ন শিক্ষক নিয়োগ হবে না ।

Last Updated : Jun 24, 2019, 2:21 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details