শিলিগুড়ি, 18 জুন : নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর থেকে রাতারাতি চুরি হয়ে যায় একটি ট্রাক। সেই ট্রাক চুরির ঘটনায় NJP থানার পুলিশের জালে ধরা পড়ল এক নাবালক। সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চুরি যাওয়া ট্রাকটিও । এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
ট্রাক চুরির ঘটনায় গ্রেপ্তার নাবালক, মূল পান্ডার খোঁজে পুলিশ - Arrest
গত 16 জুন নিউ জলপাইগুড়ি স্টেশনের পার্কিং চত্বর থেকে একটি ট্রাক চুরি হয়। ঘটনা তদন্তে নেমে আজ NJP থানার পুলিশ এক নাবালককে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে ট্রাকটিও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 16 তারিখ NJP স্টেশন সংলগ্ন পার্কিং চত্বর থেকে চুরি যায় একটি ট্রাক। পরদিন অর্থাৎ 17 জুন ট্রাক মালিক NJP থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। সূত্র মারফত পুলিশ জানতে পারে, ফুলবাড়ির ব্যাটেলিয়ান মোড় এলাকায় রয়েছে চুরি যাওয়া ট্রাকটি । এরপরেই NJP থানার পুলিশ সাদা পোষাকে অভিযানে নামে। উদ্ধার করা হয় ওই ট্রাকটি৷ একইসঙ্গে ওই ট্রাক চুরির ঘটনায় 13 বছর বয়সী এক নাবলককে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে জুভেনাইল কোর্টে তোলা হয়।
জানা গিয়েছে, ওই নাবালকের বাড়ি শিলিগুড়ি সংলগ্ন বাড়িভাসা এলাকার অধীন বাঁশবাড়িতে। এর আগেও ছোটখাটো একাধিক চুরির ঘটনায় জড়িত ছিল এই নাবালক । যদিও মাত্র 13 বছর বয়সে কিভাবে আস্ত একটি ট্রাক চুরি করল, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় ওই নাবালকের মদত দাতা হিসেবে কারা জড়িত রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ।