মাদক সহ নিউটাউন পুলিশের হাতে ধৃত ভাঙড়ের এক দুষ্কৃতী - ভাঙড়ের দুষ্কৃতীকে মাদকসহ গ্রেপ্তার
ভাঙড় এলাকার এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নিউটাউন থানার পুলিশ। নাম কানু গাজি ৷
কলকাতা ,12 অক্টোবর: ভাঙর এলাকার এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নিউটাউন থানার পুলিশ । নাম কানু গাজি ৷ মাদক সহ তাকে ধরা হয় নিউটাউন লোহাপুল এলাকা থেকে। উদ্ধার হয় 2 লিটার 500 গ্রাম কোডাইন মিক্সার (মাদক) । মাদক পাচার সহ ভাঙর থানা, সল্টলেকের থানা, কে এল সি থানা ও নিউটাউন থানায় একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকর অভিযোগ রয়েছে এই কানু গাজির বিরুদ্ধে।
এর আগে ভাঙড় এলাকায় বোমাবাজি ঘটনায়,আগ্নেয়াস্ত্র রাখা সহ একাদিক অপরাধ মূলক ঘটনায় কানু গাজির নামে অভিযোগ ওঠে ৷ কে এল সি থানা এলাকায় চুরির ঘটনার পর সল্টলেক ও নিউটাউনে কয়েকটি চুরি কেসের ঘটনায় এই দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ আছে ।